চলমান সংবাদ

চট্টগ্রামে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড

দুই বছর আগে চট্টগ্রামের শাহ আমানত সেতু সংলগ্ন রাস্তায় ট্রাক তল্লাশি করে ১০ কেজি ১০০ গ্রাম ইয়াবা উদ্ধারের ঘটনায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও একবছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল ইসলাম ভূঁইয়া এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত দু’জন হলেন- ট্রাক চালক মোহাম্মদ আলম (২৫) ও সহকারী জমির উদ্দিন(৩৬)। দুইজনই বর্তমানে কারাগারে আছেন। রায়ের সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংলগ্ন আহাদ কমিউনিটি সেন্টারের সামনের রাস্তায় একটি ট্রাক তল্লাশি করে র‌্যাব সদস্যরা। এ সময় ৬১টি প্লাস্টিকের প্যাকেট থেকে ১০ কেজি ১শ’ গ্রাম ইয়াবা ট্যাবলেটসহ চালক ও হেলপারকে গ্রেপ্তারের পাশাপাশি ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় বাকলিয়া থানার মাদক আইনে মামলা হয়। ২০২০ সালের ১ ডিসেম্বর অভিযোগপত্র জমা দেয় পুলিশ। গত বছরের ১৯ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার এ রায় দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত মহানগর পিপি আবু জাফর জানান, ইয়াবা উদ্ধারের ঘটনায় বাকলিয়া থানার মাদক মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও একবছর করে কারাদণ্ড দিয়েছেন বিচারক।
# ১৩.০৯.২০২২ চট্টগ্রাম #