চলমান সংবাদ

চট্টগ্রাম সংবাদ

সাগর উপকূল থেকে ছুরিকাঘাতে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার

নগরের পতেঙ্গা থানার খেজুরতলী এলাকায় ছুরিকাঘাতে নিহত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি সমুদ্র উপকূলের বেড়িবাঁধে পড়ে ছিল। স্থানীয়রা দেখে পুলিশকে জানানোর পর মরদেহটি উদ্ধার করা হয়। রোববার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টা দিকে মরদেহ উদ্ধারের বিষয়টি জানান পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহেদ মো. নাজমুন নুর। তিনি বলেন, স্থানীয় সংবাদের ভিত্তিতে আমরা খেজুরতলী এলাকা থেকে একটি মরদেহ উদ্ধার করি। মরদেহটি বেড়িবাঁধ রোডের ওয়াকওয়েতে (হাঁটার রাস্তা) পড়ে ছিলো। তাকে স্টেপ (ছুরিকাঘাত) করা হয়েছে। এখনো আমরা তার পরিচয় শনাক্ত করতে পারিনি। উদ্ধারের পর তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
# ০৪.০৯.২০২২ চট্টগ্রাম #

পণ্য-নির্মাণসামগ্রী ফেলে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি চসিক’র অভিযানে ৫৫ হাজার টাকা জরিমানা

নগরের বিভিন্ন স্থানে দোকানের পণ্য ও নির্মাণসামগ্রী রাস্তায় রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে সাতজনকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানকালে ফইল্ল্যাতলী সড়ক ও নয়াবাজার থেকে বড় পোল পর্যন্ত পোর্ট কানেকটিং রোডের উভয় পাশের ফুটপাত, নালা ও রাস্তার অংশ দখল করে দোকানের পণ্য ও নির্মাণসামগ্রী রেখে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ৫০টি দোকানের অংশ ও স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে অংশ নেন মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম। চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন। এদিকে নগরীর সদরঘাট থানাধীন মোগলটুলি এলাকা থেকে নকল ক্যাবল তৈরির সময় ৫ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (পশ্চিম ও বন্দর) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮০ কয়েল ক্যাব, ৩০ কেজি তামার তার, বিআরবি ও আরআরআর ক্যাবলের নকল ও ৪টি পিতলের সিল ও স্টিকার উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. জহরুল ইসলাম প্রকাশ শাওন (২৭) মো. মামুন (২৮) মো. ফরহাদ (২৩), রসুল আমিন জিহাদ (১৯) ও মো. রুবেল (২৮)। # ০৪.০৯.২০২২ চট্টগ্রাম #

ভাসানচর থেকে পালিয়ে সাঁতার কেটে ৪ রোহিঙ্গা সন্দ্বীপে, ৩ দিনে ৮ রোহিঙ্গা আটক

চট্টগ্রামের সন্দ্বীপে ভাসানচর থেকে পালিয়ে আসা আরো ৪ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। রোববার (৪ সেপ্টেম্বর) উপজেলার মুছাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ নিয়ে গত তিনদিনে ৮ রোহিঙ্গাকে আটক করে পুলিশ। এর আগে শুক্রবার ভাসানচর থেকে পালিয়ে আসা আরও চারজনকে আটক করা হয়। পরে আদের ভাসানচরে ফিরিয়ে দিয়ে আসা হয়। স্থানীয় ইউপি সদস্য মো.নিজাম উদ্দিন জানান, চার যুবককে সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করতে দেখে স্থানীয় লোকজন জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা রোহিঙ্গা। এরপর তাদের আটক রেখে স্থানীয় থানায় খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আটক চার রোহিঙ্গা নাগরিক হলেন মো.রফিক (২০) আজিম উল্ল্যাহ (১৯), মো.আজিজ (১৯) এবং মো.জোবায়ের (১৯)। সন্দ্বীপ থেকে ভাসানচরের দূরত্ব কম এবং নদী অগভীর হওয়ায় বিভিন্ন সময় রোহিঙ্গারা সাঁতার কেটে সন্দ্বীপ চলে আসে। এছাড়াও দালালদের মাধ্যমে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে কক্সবাজার ক্যাম্পে যাওয়ার পথে সন্দ্বীপ আটক হয়ে থাকে। এপর্যন্ত প্রায় দেড়শ রোহিঙ্গা নাগরিক সন্দ্বীপ আটক হয়। সন্দীপ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে খবর দিলে আমরা তাদের আটক করে নিয়ে এসেছি। আটক রোহিঙ্গারা জানিয়েছে কক্সবাজার ক্যাম্পে পালানোর উদ্দেশে ভাটার সময় তারা সাঁতার কেটে সন্দীপ এসেছে। তাদের কোস্ট গার্ডের মাধ্যমে আবারো ভাসানচর পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। এর আগে শুক্রবার ভাসানচর থেকে পালিয়ে আসা আরও চারজনকে আটক করা হয়। তাদের আবার ভাসানচরে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
# ০৪.০৯.২০২২ চট্টগ্রাম #

চট্টগ্রামে তিন শিশুকে ধর্ষনের দায়ে মাদ্রাসা শিক্ষক কারাগারে

নগরীতে একটি মাদ্রাসায় তিন শিশুকে ধর্ষনের অভিযোগে ওই মাদ্রাসার এক শিক্ষক আল আমিনকে (২২) কারাগারে পাঠিয়েছে আদালত। যৌন নিপীড়নের শিকার এক শিশুর মা বাদী হয়ে ইপিজেড থানায় ধর্ষণের মামলা দায়ের করার পর শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আল আমিন নগরীর ইপিজেড থানাধীন তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। তিনি বাগেরহাট জেলার মোংলা থানার আইয়ুব তালুকদারের পুত্র। তিনি নগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় বসবাস করেন। ইপিজেড থানার ওসি আবদুল করিম বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসাটির দুই শিশু শিক্ষার্থী ও এক শিক্ষার্থীর আত্মীয়কে কয়েকদিন ধরে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। বিষয়টি জানার পর শনিবার তিন শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাদের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়। এ ঘটনায় এক শিশুর মা বাদী হয়ে ইপিজেড থানায় ধর্ষণের মামলা করেন। এরপর ওই মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর শিক্ষক আল আমিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান। # ০৪.০৯.২০২২ চট্টগ্রাম #

গাড়ি ঘোরানো নিয়ে ঝগড়ায় প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাকবিতণ্ডার জের ধরে ঘাড়ে কোপ দিয়ে খোরশেদ আলম (৩৭) নামের এক সিএনজি অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে তারই প্রতিবেশী আরাফাত (২৪)। শনিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সীতাকুণ্ড পৌরসভার ফকিরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারী আরাফাত পলাতক রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি প্রাইভেটকারে করে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতাল থেকে বাড়ি ফেরেন খোরশেদ আলম। ডায়রিয়াজনিত কারণে গত তিনদিন আগে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। স্ত্রী সন্তানদের ঘরে রেখে প্রাইভেটকারের ভাড়া পরিশোধ করতে বাইরে যান খোরশেদ। পার্শ্ববর্তী আরাফাতের ঘরের সামনে কারটি ঘুরাচ্ছিলেন চালক। তখন আরাফাত চালককে তার ঘরের সামনে গাড়ি ঘোরাতে নিষেধ করেন। এ নিয়ে খোরশেদের সঙ্গে আরাফাতের কথা কাটাকাটি হয়। এরপর আরাফাত তার ঘরে চলে যায়। কিন্তু একটু পরেই সে ঘর থেকে একটি বটি নিয়ে এসে খোরশেদের ঘাড়ে কোপ দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ সময় খোরশেদের চিৎকারে তার ভাই ও প্রতিবেশীরা এসে তাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। প্রাইভেটকারের চালক জসিম বলেন, আরাফাত গাড়ি ঘোরাতে নিষেধ করলে তার উগ্র মেজাজ দেখে আমি প্রথমে পেছনে চলে আসতে চাই। তখন খোরশেদ আমাকে সেখান থেকেই গাড়ি ঘোরাতে বললে আরাফাতের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে অতর্কিত এসে আরাফাত খোরশেদকে পেছন থেকে ঘাড়ে কোপ দেয়। সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। খুনি আরাফাত পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে আমাদের একটি টিম কাজ করছে। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আছে। এ নিয়ে মামলা করা হয়েছে।
# ০৪.০৯.২০২২ চট্টগ্রাম #