শিল্প সাহিত্য

আর তবে না ফিরি এ ধরায়

-রুখসানা বিলকিস(শান্তা)

আজ তবে আর ফিরে না যাই,
দুজনার মাঝে হারাই দুজনায়,
বালুকা রাশি উড়িয়ে বাতাসে,
চুপটি করে থাকি বসে দীঘল নীলের সীমায়।

যাক ফুরিয়ে সকাল,
ঢলে পরুক শেষ বিকালের ছায়া সন্ধ্যার লালিমায়।
আজ তবে আর না ফিরে চলো চলে যাই,
নিজেদের নিয়ে মগ্ন থাকি উদাসী পাখির ডানায়।

কথার ছলে না বলি কোনো কথা,
ভুলে থাকি আজ যত আছে মনের কোনায় ব্যাথা,
আজ চল যাই হাতে হাত ধরে মেঘ পাহাড়ের চূড়ায়,
একে অপরকে সুখের তুষারে ভরাই কানায় কানায়।

অবুঝ স্বপ্নে সিঁদুর লালে কপোল রাঙিয়ে,
চঞ্চলা বায়ুকে হাতের মুঠোয় নিয়ে,
আজ তবে চলো যাই,
বসি দুজনায় ভালোবাসার শীতল হিমেল ছায়ায়,
হাসির ঝলকে ভরিয়ে তুলি নানান ফুলেল মায়ায়।