চলমান সংবাদ

চট্টগ্রামে দিনব্যাপী ‘মাল্টি ডেসটিনেশান অ্যাডুকেশন এক্সপো’ সম্পন্ন

যুক্তরাষ্ট্র, ইউরোপ, কানাডাসহ বিশ্বের ১৫০ এর অধিক বিশ্ববিদ্যালয় এবং কলেজে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের সহায়তায় চট্টগ্রামের ৫ তারকা হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী স্টাডি অ্যাবরোড ইন্টারন্যাশনাল এক্সপো-২০২২। সোমবার (২৯ আগস্ট) একাডেমিয়া ইন্টারন্যাশনাল’র আয়োজনে দিনব্যাপী চলা এই শিক্ষা মেলায় বিদেশে উচ্চ শিক্ষার বিষয়ে তথ্য জানতে ভিড় করেন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় ‘মাল্টি ডেসটিনেশান অ্যাডুকেশন এক্সপো’ শীর্ষক মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিদেশী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে ভর্তি, চাকরি, ভিসাসহ নানা বিষয়ে খোঁজখবর নেন। শিক্ষামেলায় বিশ্বের নামীদামী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উচ্চশিক্ষা সম্পর্কিত সমস্ত তথ্য ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানায়। শিক্ষা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিংস ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ও ডিন ডোগলাস হিন্সলিফ, অস্ট্রেলিয়ান গ্লোবাল কলেজের ম্যানেজিং ডিরেক্টর এডাম আয়াস, রেজিস্টার্ড মাইগ্রেশান এজেন্ট ও আউসি এডুকেশন অ্যান্ড মাইগ্রেশান গ্রুপের গ্লোবাল সিইও সত্যা শুক্লা। আয়োজকরা বলছেন, বিদেশে উচ্চ শিক্ষায় আগ্রহীদের অনেকেই সঠিক তথ্য না জানার কারণে শিকার হন নানান বিড়ম্বনার। এসব শিক্ষার্থীদের কথা মাথায় রেখে একই ছাদের নিচে একাধিক প্রতিষ্ঠানের খুঁটিনাটি জানাতে আয়োজন করা হয় এই মেলার। ২০১৫ সাল থেকেই একাডেমিয়া ইন্টারন্যাশনাল বিদেশে উচ্চ শিক্ষায় উৎসাহী শিক্ষার্থীদের কাছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি সংক্রান্ত তথ্যাদি ও ক্যারিকুলাম তুলে ধরে আসছে। # ২৯.০৮.২০২২ চট্টগ্রাম #