চলমান সংবাদ

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ

বকেয়া মজুরি পরিশোধের দাবিতে বিক্ষুদ্ধ পোশাক শ্রমিকদের একাংশ
তিন মাসের বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নিড টেক্স লিমিটেড নামে কারখানার শ্রমিকরা। শুক্রবার (২৬ আগস্ট) সকাল ১১টা থেকে পাওনা টাকা আদায়ে নগরের আগ্রাবাদ মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। ওই কারখানার শ্রকিক শাহিদা আক্তার বলেন, আমাদের তিন মাসের বেতন পরিশোধ না করে কারখানা বন্ধের ঘোষণা দেয় মালিকপক্ষ। আমরা এখন কিভাবে বেঁচে থাকব, সংসার চালাবো? আমাদের পাওনা পরিশোধ না করলে আমরা রাস্তা থেকে সরবো না। চট্টগ্রাম শিল্প পুলিশের এএসপি সেলিম নেওয়াজ বলেন, আমরা ঘটনাস্থলে আছি। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। নগরের পূর্ব বাকলিয়ার রাজাখালী রোড এলাকায় নিড টেক্স লিমিটেড নামের পোশাক কারখানাটি অবস্থিত। ২০০১ সালে প্রতিষ্ঠিত হওয়া প্রতিষ্ঠানটির মালিক রিয়াজ ওয়াজের। এই মালিকের মালিকানাধীন পাঁচটি ওভেন ও পাঁচটি নিট পোশাকের কারখানা রয়েছে। এসব প্রতিষ্ঠানে মোট ৮৫০ জন শ্রমিক কর্মরত আছে। তবে তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করেই হঠাৎ করেই আজ সকালে কারখানা বন্ধের ঘোষণা দেয় মালিকপক্ষ। # ২৬.০৮.২০২২ চট্টগ্রাম #