চলমান সংবাদ

পদ্মাসেতুর প্রভাবে অর্থনৈতিকভাবে উত্তরাঞ্চল সমৃদ্ধ হবে- চবি উপাচার্য

পদ্মা সেতুর আর্থ-সামাজিক প্রভাব বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখছেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার

পদ্মা সেতুর আর্থ-সামাজিক প্রভাব বিষয়ক আলোচনা সভায় চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেছেন, পদ্মাসেতু আমাদের জন্য একটি মাইলফলক। রংপুরসহ উত্তরাঞ্চলের যে অভাব ছিল সেটা এখন আর নেই। পদ্মাসেতুর প্রভাবে দেশের উত্তরাঞ্চল অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে। জননেত্রী শেখ হাসিনার এ উন্নয়ন প্রকল্প এ দেশের মানুষ সারাজীবন মনে রাখবে। শুক্রবার (২৪ জুন) বিকেলে নগরের চারুকলা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন। চবি উপাচার্য ড. শিরীণ আখতার বলেন, পদ্মাসেতু নিজস্ব অর্থায়নে করার মাননীয় প্রধানমন্ত্রী যে চ্যালেঞ্জ নিয়েছিলেন, সেটা সম্পন্ন করেছেন। এরপরও অনেকে ষড়যন্ত্র করে দুর্নীতির প্রপাগান্ডা ছড়াচ্ছে। তিনি বলেন, এই সেতু নির্মাণের মাধ্যমে আমরা অনেক শক্তিশালী এবং আত্মবিশ্বাসী হয়েছি। আমরা তাকিয়ে আছি প্রধানমন্ত্রীর দিকে, তিনি আমাদের ২০৪১ সালের যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন, আমরা চাই তিনি সে পর্যন্ত আমাদের নেতৃত্ব দেবেন। শুধু কৃষিতে নয়, বিজ্ঞানেও এ দেশকে কীভাবে এগিয়ে নিতে হয় মাননীয় প্রধানমন্ত্রী সেটাও ভাবছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। প্রবন্ধ উপস্থাপন করেন চবি অর্থনীতি বিভাগের অধ্যাপক ও আইকিউএসির পরিচালক ড. মোহাম্মদ আবুল হোসাইন। এ সময় কলা অনুষদের ডিন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হক, প্রক্টরিয়াল বডির সদস্যরা এবং বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, একটা সময় মনে হতো আমাদের বোধহয় গর্ব করার মতো কিছুই নেই। কিন্তু পদ্মাসেতু নির্মাণের মাধ্যমে আজ আমরা গর্ব করার মতো একটি স্থাপনা পেয়েছি। এটা আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করবে। # ২৫.০৬.২০২২ চট্টগ্রাম #