শিল্প সাহিত্য

এ রকম‌ও ভালোবাসা কি হয়

-রুখসানা বিলকিস

 এ রকম‌ও ভালোবাসা কি হয়!
দেখা নেই, কথা নেই,
তবু মন পুড়ে পুড়ে হয়ে যায় ক্ষয়।

শুরু থেকে দূরে সে,
তবু কেনো তারে এত কাছে মনে হয়,
এরকম ভালোবাসাও কি হয়!

এ বুকের নীলাকাশ তারাবিহীন রয়,
হারানোর পরেও থাকে হারাবার ভয়,
তবুও তো ভালোবাসা মরে না,
জ্বলে উঠে বার বার হয়ে অক্ষয়।

এরকম ভালোবাসাও কি হয়!
এ রকম ভালোবাসাও কি হয়!
কোল ভিজে আঁখি জলে, যায় চলে নীড়ে ফেলে,
তবুও এ মনটা একেলা হয়ে রয়, সত্যি!
এরকম ভালোবাসাও কি হয়!

কি যে কষ্ট,
কি যে হাহাকার আর অদেখার সুখ,
জেনে বুঝে দেয় সে ললাটেতে দুখ।
আমা হতে দূর গিয়ে হাসি দিয়ে কয়!
“আমি ন‌ই সে আমি যাকে তুমি দাও ঠাঁয় আপন আলয়,
না দেখেই বাসো ভালো এও কি কখনো হয়?

সত্যি! অদেখার ভালোবাসা তোমার এতটা গভীর কি করে বলো হয়”!