চলমান সংবাদ

পরিবেশ ও বন রক্ষায় গণমাধ্যমকে আরও ভূমিকা রাখতে হবে

বিশ্বে দৈনিক গড়ে ১০ থেকে ১২ কিলোমিটার প্রাকৃতিক বন হারিয়ে যাচ্ছে। যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। তাই পরিবেশ ও বন রক্ষায় গণমাধ্যমকে আরও অগ্রণী ভূমিকা রাখতে হবে। শনিবার (১১ জুন) বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে পরিবেশ সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর চট্টগ্রাম। এখানে দূষণরোধে যত্রতত্র পলিথিন ও ময়লা আবর্জনা ফেলা থেকে মানুষকে বিরত থাকতে হবে। বেশি করে বৃক্ষরোপণে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। আর সেজন্য গণমাধ্যমকর্মীদের জোরালো ভূমিকা রাখা জরুরি। তিনি বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে পাহাড় কাটারোধ এবং বন রক্ষায় আরও বেশি জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান। সেমিনারে বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ চন্দ্র পরিবেশ সুরক্ষায় পাহাড় কাটা ও জাহাজ ভাঙার বিষয়ে জনগণকে সচেতন করতে প্রামাণ্যচিত্র তৈরির ওপর গুরুত্বারোপ করেন। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তারের সভাপতিত্বে ও নির্বাহী প্রযোজক (বার্তা) মোহাম্মদ মনির হোসেনের সঞ্চালনায় সেমিনারে আলোচনায় অংশ নেন কাপ্তাই বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক বখতিয়ার নূর সিদ্দিকী এবং পরিবেশ সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোরশেদুল ইসলাম। সেমিনারে অন্যান্যের মধ্যে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ইঞ্জিনিয়ারিং ম্যানেজার সুব্রত কুমার দাস, কন্ট্রোলার ডিজাইন মাসুদুর রহমান ও প্রোগ্রাম ম্যানেজার রোমানা শারমীন সেমিনারে উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই সেমিনারে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের বিভিন্ন শাখার কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশ নেন।

# ১১।০৬।২০২২ চট্টগ্রাম #