চলমান সংবাদ

নির্ধারিত সময়ে মামলার তদন্ত শেষ করতে নির্দেশ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের

 নির্ধারিত সময়ে মামলার তদন্ত শেষ করতে নির্দেশ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের চট্টগ্রাম: মামলার তদন্ত কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম। শনিবার (১১ জুন) সকালে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্সে তিনি এ নির্দেশনা দেন। এসময় তিনি বলেন, তদন্ত নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার প্রতি সংশ্লিষ্টদের সচেতন হতে হবে। দ্রুত ও দক্ষতার সঙ্গে প্রতিবেদন দাখিলের পাশাপাশি মামলার বাদীকে উপস্থাপন নিশ্চিত করা জরুরি। চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম বলেন, ফৌজদারী বিচার ব্যবস্থায় বিচার প্রশাসন, নির্বাহী প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল বিভাগ একে অপরের পরিপূরক। মানুষের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি ও ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তরিকতা ও সৌহার্দপূর্ণ পরিবেশে সৃষ্টি করতে হবে। এজন্য সংশ্লিষ্ট সকল বিভাগকে একযোগে কাজ করতে হবে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে ওঠে বিচার প্রার্থী মানুষের কল্যাণে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করা জরুরি। এক্ষেত্রে কারও অবহেলা কাম্য নয়। এসময় চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলাসমূহের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন তিনি। এ জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের দায়িত্ব সঠিকভাবে পালন করার নির্দেশনা দেন। চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলমের সভাপতিত্বে কনফারেন্সে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হালিম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম তাহমিনা আফরোজ চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মনীষা মহাজন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মেহ্নাজ রহমান, জুয়েল দেব, সারোয়ার জাহান, কাজী শারীফুল ইসলাম, মো. সাদ্দাম হোসেন এবং মো. অলি উল্লাহ্। এসময় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোহাম্মদ হাশেম, সাধারণ সম্পাদক জনাব এ এইচ এম জিয়া উদ্দিন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (দক্ষিণ জোন) মোহাম্মদ জসিম উদ্দিন, এডিসি (প্রসিকিউশন) মো. কামরুল হাসান, এসি ডিবি (উত্তর) মো. কামরুল হাসান, এসি (প্রসিকিউশন) ওয়াহিদ উল্লাহ্ পিবিআই (চট্টগ্রাম মেট্রো) এর পুলিশ সুপার নাইমা সুলতানা, সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন, চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবদুল মন্নান, ফরেনসিক মেডিসিনের প্রভাষক ডা. চিন্ময় বড়ুয়া, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (মেট্রো) উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা এবং প্রবেশন অফিসার পারুমা বেগম, র্যা ব-৭ এর স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি আনোয়ার, সিআইডির পুলিশ পরিদর্শক এ এম ফারুক ও নগরের সকল থানার অফিসার ইনচার্জ।
# ১১।০।৬।২০২২ চট্টগ্রাম #