চলমান সংবাদ

সীতাকুণ্ডে কন্টেইনার ডিপো তে সংঘটিত বিস্ফোরণে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৮ জন, আহত আরও আড়াই শতাধিক

– হাসপাতালের চিকিৎসক ও নার্স ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

সীতাকুণ্ডের ভাটিয়ারিতে বিএম কন্টেইনার ডিপো তে সংঘটিত আগুন বিস্ফোরণে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৮ জন, আহত হয়েছেন আরও আড়াই শতাধিক। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত দুইশজন রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া অন্যান্য হাসপাতালেও আহতরা চিকিৎসা নিয়েছেন। শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত এসব রোগীকে চিকিৎসা দেয়া হযেছে বলে জানান চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান। তিনি বলেন, ডিপোতে আগুনের ঘটনায় রাত থেকে এ পর্যন্ত মোট দুইশ জন চিকিৎসা নিতে এসেছে। তাদের মধ্যে এখন ৭০ জন চিকিৎসাধীন আছেন। তিনি বলেন, এদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিযেছেন, আর অন্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চমেক হাসপাতালের আইসিইউ চারজন, জেনারেল হাসপাতালের আইসিইউতে দুইজন এবং ১৫ জন চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান। চিকিৎসক বা চিকিৎসা সরঞ্জাম কোনো ঘাটতি রয়েছে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের পর্যাপ্ত ওষুধ এবং সরঞ্জাম রয়েছে চিকিৎসকের কোনো ঘাটতি নেই ওষুধও কোনো ঘাটতি নেই। স্বাস্থ্য অধিদপ্তর সার্বক্ষণিক মনিটরিং করছে। চমেক হাসপাতার পরিচালক বলেন, এ পর্যন্ত হাসপাতালে ৩২ জনের লাশ এসেছে। আরও আসছে বলে জেনেছি। ডিপোতে আগুনে আহতদের চিকিৎসায় হাসপাতালের চিকিৎসক ও নার্স ও স্বাস্থ্যকর্মীরা যেভাবে ঝাপিয়ে পড়েছে তা নজিরবিহীন। অনেক চিকিৎসক তাদের ছুটি বাতিল করে কাজে যোগ দিয়েছেন। # ০৫.০৬.২০২২#