চলমান সংবাদ

পতেঙ্গা সৈকত ইজারা দানের প্রক্রিয়া বাতিল করতে হবে – বাম গণতান্ত্রিক জোট

পতেঙ্গা সৈকত বেসরকারি কোম্পানিকে ইজারা দানের প্রক্রিয়া বাতিলের দাবিতে বাম জোটের সংহতি সমাবেশে বক্তব্য রাখছেন মুক্তিযুদ্ধ গবেষক ডাঃ মাহফুজুর রহমান

“সর্বজনের সম্পদ পতেঙ্গা সৈকত উন্নয়নের অজুহাতে বেসরকারি কোম্পানিকে ইজারা দানের কোন এক্তিয়ার সিডিএ’র নেই।পাবলিক ট্রাস্ট সম্পত্তি ইজারা দিয়ে সিডিএ বাংলাদেশের সংবিধান,আইন ও উচ্চ আদালতের রায়ে বর্ণিত স্পষ্ট বিধানকে পায়ে মাড়ানোর দুঃসাহস দেখিয়েছে।সাগর,পাহাড় ও অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যের চট্টগ্রামকে উন্নয়নের নামে তিলে তিলে ধ্বংস করা হচ্ছে।কর্ণফুলি,পাহাড়,খেলার মাঠ,পুকুর,পার্ক,উম্মুক্ত ম্থান সব আজ বাণিজ্যিক আগ্রাসনের দখলে।চট্টগ্রামে শ্বাস নেওয়ার জায়গা প্রায় নিঃশেষিত।সিআরবির পর এ মুনাালোভী মাফিয়া সিন্ডিকেটের চোখ পড়েছে পতেঙ্গা সৈকতের উপর।প্রতিবাদ ও প্রতিরোধ না থাকলে,পতেঙ্গা সৈকতও বাণিজ্যিক আগ্রাসনে ধ্বংস হবে।ফয়েজলেকের মতো পতেঙ্গা সৈকত শুধু বিত্তবানদের বিনোদনকেন্দ্রে পরিণত হোক,তা চট্ট্রামবাসী চায় না। আমরা সিডিএ-কে হুঁশিয়ার করতে চাই,অবিলম্বে এ জনস্বার্থ বিরোধী তৎপরতা বন্ধ করুন,না হলে আপনাদের আদালত ও জনগণের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’’

সিডিএ কর্তৃক পতেঙ্গা সৈকত বেসরকারি কোম্পানিকে ইজারা দানের জনস্বার্থ বিরোধী অবৈধ প্রক্রিয়া বাতিল করার দাবিতে বাম গণতান্ত্রিক জোট আহুত সংহতি সমাবেশে বক্তারা এ কথা বলেন।বাম গণতান্ত্রিক জোট জেলা সমন্বয়ক ও বাসদ(মার্কসবাদী) জেলা সদস্যসচিব শফি উদ্দিন কবির আবিদের সভাপতিত্বে আজ বিকাল ৪ টায় নগরীর চেরাগী মোড়ে অনুষ্ঠিত সংহতি সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযুদ্ধ গবেষক ও সিআরবি রক্ষা মঞ্চের সমন্বয়ক ডাঃ মাহফুজুর রহমান,প্রাক্তন জাসদ ফোরাম-এর সমন্বয়ক সোলায়মান খান,গণঅধিকার চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাম্যবাদী আন্দোলন পাঠচক্র ফোরামের জেলা সমন্বয়ক সত্যজিৎ বিশ্বাস,বাসদ জেলা নেতা মহিনউদ্দিন,সিপিবি জেলা  সম্পাদকমন্ডলীর সদস্য উত্তম চৌধুরী,বাসদ(মার্কসবাদী) জেলা সদস্য জাহেদুন্নবী কনক,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় ইনচার্জ ইন্দ্রানী ভট্টাচার্য সোমা,সাংবাদিক প্রীতম দাশ,চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় সদস্য আহমেদ জসিম,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর সহসভাপতি রিপা মজুমদার,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর সভাপতি মিরাজ উদ্দিন।সমাবেশ পরিচানা করেন বাসদ জেলা নেতা রায়হান উদ্দিন।

বক্তারাআরোবলেন,‘’বর্তমানআওয়ামীলীগসরকারবৃহৎব্যবসায়ীগোষ্ঠীরস্বার্থেপ্রাণ-প্রকৃতি-পরিবেশ  ধ্বংসকরেনানাউন্নয়নপ্রকল্পবাস্তবায়নকরছে।উন্নয়নেরনামেসরকারেরআশীর্বাদপুষ্টমাফিয়াসিন্ডিকেটএকেএকেজনগণেরউম্মুক্তস্থানগুলোওদখলেনিয়েবাণিজ্যিকতৎপরতাচালাচ্ছে।চট্টগ্রামেরউন্নয়নেরজন্যদায়বদ্ধপ্রতিষ্ঠানসিডিএ-ওআজএকাফেলায়সামিলহয়েছে।বাস্তবেএরপেছনেআছেনগরউন্নয়নেরনামেইজারাওকমিশনবাণিজ্যকরেশতশতকোটিটাকালুটপাটেরমুনাফালোভীসিন্ডিকেট।অথচতুরাগনদীওহাতিরঝিলনিয়েহাইকোর্টেরসাম্প্রতিকদুইটিরায়অনুসারে, সমুদ্রসৈকতসহপাবলিকট্রাস্টসম্পত্তিকোনব্যক্তিবাকোম্পানিকেবাণিজ্যিকভাবেইজারাদেওয়াযাবেনা।এসবপাবলিকট্রাস্টসম্পত্তিতেজনগণেরমৌলিকঅধিকারপ্রতিষ্ঠিত।আরএসবমৌলিকঅধিকারথেকেবঞ্চিতকরাসংবিধানের৩১ও৩২নংঅনুচ্ছেদেরপরিপন্থী। চট্টগ্রামজেলাপ্রশাসনওবলেছে,তারাএবিষয়েঅবগতনন।

সিডিএ প্রণীত চট্টগ্রাম শহরের উন্নয়ন পরিকল্পনার জন্য প্রণীত মাস্টার প্ল্যান অনুসারেও এর কোন সুযোগ নেই।এতে পতেঙ্গা সি বিচকে ‘পাবলিক ওপেন স্পেস’ অর্থাৎ ‘জনগণের জন্য উম্মুক্ত স্থান’ হিসেবে  বলা আছে। উম্মুক্ত পতেঙ্গা বিচকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহ করে।বেসরকারী অপারেটরকে ইজারা দিলে সে মানুষগুলোও উচ্ছেদ হবে, জীবিকা হারিয়ে পথে বসবে। অবিলম্বে সিডিএ এ বেআইনী,সংবিধান ও জনস্বার্থবিরোধী ইজারা প্রক্রিয়া   বাতিল না করলে চট্টগ্রামের জনগণ  বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।’’

বক্তারা এ বেআইনী তৎপরতার সাথে যুক্ত ব্যক্তিদের বিচারের সম্মুখীন করার দাবি জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়।

# ০৪/০৬/২০০২২, চট্টগ্রাম #