চলমান সংবাদ

শিক্ষা সচিবের সাথে বাকবিশিস কেন্দ্রীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ( বাকবিশিস) কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর ড নুর মোহাম্মদ তালুকদার প্রেসিডিয়াম সদস্য প্রফেসর ড আজিজুর রহমান, সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ ওয়াহেদ , প্রফেসর মোঃ মিজানুর রহমান মজুমদার ও সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আকমল হোসেন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল ২৯ মে রবিবার ১১ টায় শিক্ষা সচিব জনাব আবু বকর সিদ্দিক মহোদয়ের সাথে সচিবালয়ে আনুষ্ঠানিক সাক্ষাত করেন। নেতৃবৃন্দ শিক্ষা সচিবের নিকট বাকবিশিস এর ১১ দফা দাবি তুলে ধরেন। বিশেষ করে বেসরকারি স্কুল , কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের বাড়ীভাড়া,১০০ ভাগ উৎসব ভাতা, এবং জেষ্ঠ প্রভাষক বিলুপ্তি করে পূর্বের ন্যায় সহকারি অধ্যাপক পদ বহাল রাখার অনুরোধ জানান। সচিব মহোদয় অত্যন্ত মনোযোগ সহকারে বক্তব্য শুনেন এবং কোন অসংগতি থাকলে তা নিরসনের আশ্বাস দেন। একইদিন বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর সম্মেলন ও আগামী নভেম্বর মাসে কেন্দ্রীয় সম্মেলন আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

#৩০/০৫/২০২২, ঢাকা #