চলমান সংবাদ

চট্টগ্রামে সৎ বাবার নির্যাতনে শিশুর মৃত্যু

নগরীতে সৎ বাবার শারীরিক নির্যাতনে মো. আল আমিন নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে নিহত শিশুটির সৎ বাবা মোকাররম হোসেন (২৭) পলাতক ছিলেন। পুলিশ অভিযান চালিয়ে সোমবার (৩ মে) তাকে গ্রেপ্তার করে।

পুলিশের ধারণা, সৎ বাবার হেফাজতে থাকায় শিশুটিকে শারীরিক নির্যাতনে হত্যা করা হয়েছে। রোববার (২৯ মে) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত শিশুটির মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, নগরীর চকবাজার থানার অলিখাঁ মসজিদ মোড়ে মতি টাওয়ারের বিপরীতের একটা ভবনের ৭ তলায় তাদের বাসা। নিহত শিশুর মা ইয়াসমিন আক্তার গৃহকর্মী হিসেবে বিভিন্ন বাসায় কাজ করেন। ইয়াসমিনের দ্বিতীয় স্বামী সবজি বিক্রেতা মোকাররম হোসাইনও তাদের সঙ্গে থাকত।

রোববার (২৯ মে) বেলা ১২টার দিকে আল আমিনকে অজ্ঞান অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।

মৃত্যুর পর নিহতের মা ইয়াসমিন পুলিশকে জানান, সকাল ৯টার দিকে মোকাররমের কাছে সন্তানকে রেখে তিনি বাসায় কাজ করতে যান। ১১টার দিকে ফিরে এসে দেখেন, আল আমিন বাথরুমে অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর মোকাররম ও ইয়াসমিন মিলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। এসময় মোকাররম জানিয়েছিল, বাথরুমে হঠাৎ পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল আল আমিন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা বলেন, আল আমিনের বুকে মারধরের কালো দাগ আছে। শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন আছে। আমাদের ধারণা, সৎ বাবা মোকাররমের নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে। এছাড়া আল আমিনকে যখন মৃত ঘোষণা করা হল, তখনই মোকাররম পালিয়ে যায়।

এতে আমাদের আরও বেশি সন্দেহ হচ্ছে। ময়নাতদন্তে মৃত্যুর সঠিক কারণ বেরিয়ে আসবে। ছেলের মৃত্যুর পর মা ইয়াসমিনও হাসপাতালে অজ্ঞান হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) এ আবদুল হালিম ভোরের কাগজকে বলেন, পুলিশ অভিযান চালিয়ে ঘটনার ১২ ঘন্টার মধ্যে পলাতক আসামি মোকাররমকে গ্রেপ্তার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যার রহস্য জানা যাবে।

নিহত শিশুর মা বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। তদন্তে জানা গেছে, বাচ্চা নিয়ে ইয়াসমিন ও মোকাররমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। শিশুটির মা কাজে যাওয়ার সুযোগে মোকাররম শিশুটিকে নির্যাতন করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

# ৩০.০৫.২০২২ চট্টগ্রাম #