চলমান সংবাদ

বান্দরবান লামায় ম্রো ও ত্রিপুরাদের জুমভূমি ও ফলজ বাগান পুড়িয়ে দেয়ার প্রতিবাদে চট্টগ্রামে সংবাদ সম্মেলন

বান্দরবান লামায় ‘রাবার কোম্পানি কর্তৃক ম্রো ও ত্রিপুরাদের জুমভূমি ও ফলজ বাগান পুড়িয়ে দেয়ার ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রামস্থ সচেতন নাগরিক সমাজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার ও হিল কালচারাল ফোরাম। মঙ্গলবার (২৪ মে) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এস রহমান হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন থেকে ম্রো ও ত্রিপুরাদের জুম চাষের ৪০০ একর ভূমি অবিলম্বে ফিরিয়ে দেয়া দাবি জানানো হয়। কোম্পানির আগুনে ক্ষতিগ্রস্থ পাড়াবাসীর ফলজ-বনজ বাগান, ধানক্ষেত ও শ্মশানভূমির ক্ষতিপূরণ, পাড়াবাসী নিরাপত্তা ও ম্রো-ত্রিপুরা শিক্ষার্থীদের নিরাপদে স্কুলে যাওয়ার নিশ্চিতসহ ৭দফা দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রামস্থ নাগরিক সমাজের আহ্বায়ক ভূলন ভৌমিক। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রামস্থ নাগরিক সমাজের সদস্য শুভ চাক, নিপীড়ন বিরোধী আইনজীবি মঞ্চের যুগ্ম সাধারণ সস্পাদক বিষুময় দেব, হিল কালচারাল ফোরামের আহ্বায়ক প্যাশন চাকমা ও সম্পাদক খুশী চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুম্ম শিক্ষার্থী পরিবারে সদস্য বিপুলী চাকমা প্রমূখ। সংবাদ সম্মেলন থেকে বক্তরা লামায় রাবার ইন্ডাষ্ট্রিজ কর্তৃক পাহাড়িদের ভূমি বেদখলে ঘটনা ও জেলা প্রশাসকের গঠিত তদন্ত টিমের প্রস্তাবিত ৫ একর ভূমি দেয়ার প্রস্তাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। # ২৫.০৫.২০২২ চট্টগ্রাম #