চলমান সংবাদ

সয়াবিন তেল মজুদ করে বেশি দামে বিক্রি ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

সয়াবিন তেল মজুদ রেখে বেশি দামে বিক্রি করায় নগরীর তিন ব্যবসায়ীকে ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় ২ হাজার ২শ’ লিটার তেল জব্দ ও দোকানগুলো সিলগালা করে দেওয়া হয়। শুক্রবার (১৩ মে) সকালে নগরীর আগ্রাবাদের কর্ণফুলী মার্কেটে এই অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অধিদপ্তরের চট্টগ্রামের সহকারি পরিচালক মো. আনিসুর রহমান বলেন, সকালে কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে আগের মজুদ করা তেল বেশি দামে বিক্রি করায় মজুমদারকে স্টোরকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ৭৬০ টাকায় কেনা পুরনো তেল ৯৮৫ টাকায় বিক্রি করছিল প্রতিষ্ঠানটি। এছাড়া রশিদ অ্যান্ড ব্রাদার্সকে ৫০ হাজার এবং আব্দুল হাকিম স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে দোকানগুলো সিলগালা করে দেয়া হয়েছে। তিনি আর জানান, এসময় ২ হাজার লিটার তেল জব্দ করে আগের দামেই গ্রাহকদের কাছে বিক্রি করা হয়। বেশি মুনাফা করার আশায় কিছু অসাধু ব্যবসায়ী রমজানের আগেই তেল মজুদ রেখে বাজারে সংকট সৃষ্টি করেছে। এদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। # ১৩.০৫.২০২২ চট্টগ্রাম #