চলমান সংবাদ

চট্টগ্রামের পরিত্যক্ত বাড়ি থেকে অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নগরীর পরিত্যক্ত একটি বাড়ির ভেতর থেকে মারুফ (২০) নামে এক অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের সাথে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ তার পরিচয় নিশ্চিত হয়েছে। সোমবার (৯ মে) সকাল ১১টার দিকে নগরীর হালিশহর আবাসিক এলাকার এইচ-ব্লকের এক নম্বর সড়কে একটি পরিত্যক্ত বাড়ি থেকে মারুফের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মারুফ কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার নজরুল ইসলামের ছেলে। পেশায় অটোরিকশা চালক মারুফ চট্টগ্রাম নগরীর সবুজবাগ আনন্দধারা হাউজিংয়ে ভাড়া বাসায় থাকতেন। হালিশহর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে হালিশহরের এইচ ব্লকের একটি পরিত্যক্ত বাড়ির দেয়ালের পাশ থেকে মারুফ নামে এক অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করে। ওসি বলেন, মারুফের ডান হাতের ওপরের কনুই, কোমড়ের বামদিকের অংশ ভাঙ্গা অবস্থায় পাওয়া গেছে। উঁচু স্থান থেকে পড়লে মাথায় যে ধরনের আঘাত হয়, সেই ধরনের জখমের চিহ্ন পাওয়া গেছে। মারুফের পরিহিত জিনস প্যান্টের পকেটে তার মোবাইলটি পাওয়া যায়। মোবাইল থেকে সর্বশেষ কল করা হয়েছে গত ৫ মে রাত ১১টার দিকে। এরপর আর কাউকে কল করা হয়নি, কারও কল আসেনি। ওই রাতেই মারুফের মৃত্যু বলে পুলিশের ধারণা। ওসি মোস্তাফিজুর বলেন, যে পরিত্যক্ত বাড়ি থেকে লাশ উদ্ধার হয়েছে সেটা এলাকায় মাদকসেবীদের আস্তানা হিসেবে পরিচিত। মরদেহটি দেখে মনে হচ্ছে, উঁচু কোনো জায়গা থেকে পড়ে মারা গেছে। এখন কেউ তাকে খুন করেছে কি না সেটা ময়নাতদন্তে নিশ্চিত হওয়া যাবে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে অনুসন্ধান অব্যাহত আছে। মোবাইল থেকে নম্বর সংগ্রহ করে মারুফের মা বিবি মরিয়মের সঙ্গে কথা বলে পরিচয় নিশ্চিত করা হয়েছে। তিনি বর্তমানে কিশোগঞ্জে রয়েছেন। ছেলের মৃত্যুর ঘটনায় আইনগত পদক্ষেপ নিতে মা বিবি মরিয়ম কিশোরগঞ্জ থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন। #০৯.০৫.২০২২ চট্টগ্রাম #