চলমান সংবাদ

ভয়াবহ জটে ৬ ট্রেন, যাত্রীদের ভোগান্তি

কুমিল্লার রাজাপুর ষ্টেশনে একটি মালবাহী কনটেইনার ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেট রুটে রেল যোগাযোগ আবার চালু হয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া মহানগর গোধূলী ও সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন দুটি ভয়াবহ শিডিউল বির্পযয়ের মুখে পড়েছে। প্রায় ৩ ঘন্টা দেরীতে মহানগর গোধূলী ট্রেনটি ছাড়ায় ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। এ সময় বৃষ্টির জেরে ভোগান্তিতে পড়েন ট্রেন দুটির যাত্রীরা। ঢাকা-চট্টগ্রাম রুটের এ দুটি ট্রেন ছাড়াও দুর্ঘটনার মুখে শিডিউল জটে পড়েছে চট্টলা এক্সপ্রেস ও চট্টগ্রাম মেইল (টু ডাউন), মহানগর প্রভাতী ও নাসিরাবাদ এক্সপ্রেস। এর মধ্যে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি রাত সাড়ে ৮টায় ও টু ডাউন ট্রেনটি রাত সাড়ে ১০টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সঠিক সময়ে এ দুটি ট্রেন ছেড়ে যাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন রেলওয়ে সংশ্লিষ্টরা। একইভাবে মহানগর প্রভাতী ট্রেনটি দুপুর ২টা ১০ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশনে প্রবেশের কথা থাকলেও এ রিপোর্ট লিখা পর্যন্ত (বিকেল ৫টা) ট্রেন চট্টগ্রামে এসে পৌঁছেনি। সংশ্লিষ্টরা জানান, মহানগর গোধূলী চট্টগ্রাম থেকে বিকেল ৩টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও বিকেল ৫টা পর্যন্ত ট্রেনটি এসে পৌঁছেনি। একইভাবে সোনার বাংলা এক্সপ্রেস বিকেল ৫টা নাগাদ চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি কবে চট্টগ্রামে এসে পৌঁছাবে তা নিশ্চিতভাবে জানাতে পারে নি রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেন বিকেল সাড়ে ৬টার দিকে চট্টগ্রামে পৌঁছাতে পারে বলে জানিয়েছে নির্ভরশীল একটি সূত্র। সোমবার (৯ মে) দুপুরে চট্টগ্রাম রেলস্টেশনে দেখা যায়, বৃষ্টিতে ভিজে ট্রেনে অপেক্ষা করছেন ট্রেন দুটির যাত্রীরা। দুপুর সাড়ে ৩টার দিকে মহানগর গোধূলীর যাত্রীদের টিকিট ফেরত সংক্রান্ত ঘোষণার পর অনেকেই টিকিট ফেরত দিয়েছেন। এ সময় অনেকেই স্টেশনে কর্মরতদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। মহানগর গোধূলী ট্রেনের যাত্রী সিরাজুল ইসলাম বলেন, ব্যবসায়ের কাজে প্রায় ঢাকায় যেতে হয়। ট্রেনেই যাতায়াত করি। কিন্তু স্টেশনে এসে জানতে পারলাম ট্রেন পৌঁছাতে দেরী হবে। উনারা বলছেন, ৬টার দিকে ট্রেনটি চট্টগ্রামে এসে পৌঁছাবে। তাহলে ছাড়তে আরও দেরী হবে। পরিবহন বিভাগের একজন কর্মকর্তা জানান, তূর্ণা নিশিথা ট্রেনটি ঢাকা থেকে ছেড়েছে রোববার (৮ মে) রাত ১১টার দিকে। স্বাভাবিক সময়ে ট্রেনটি চট্টগ্রামে পৌঁছানোর কথা সোমবার দুপুর ১২টার দিকে। কিন্তু দুর্ঘটনায় ট্রেন চলাচল বন্ধ থাকায় সেটা বিকেল ৬টার পরে পৌঁছাবে। অন্যদিকে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি কবে নাগাদ চট্টগ্রামে এসে পৌঁছাবে তার নিশ্চিত হওয়া যায়নি। বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনটি কুমিল্লা পার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। রেলওয়ের দায়িত্বশীলরা বলছেন, হঠাৎ দুর্ঘটনার জেরেই এমন ভোগান্তি সৃষ্টি হয়েছে। ভোগান্তি এড়িয়ে ট্রেন ৪টি দ্রুত সময়ে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে চট্টগ্রাম রেলস্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী জানান, চট্টগ্রাম রেলস্টেশন থেকে সকালে যে ট্রেনগুলো ছেড়ে যাওয়ার কথা সেগুলো ঠিক সময়ে ছেড়ে গেছে। কিন্তু ডাউন (চট্টগ্রামমুখী) ট্রেনগুলো দুর্ঘটনার কারণে আটকে ছিল। তাই চট্টগ্রামে পৌঁছাতে দেরী হচ্ছে। এরই মধ্যে গোধূলী ট্রেনটি ঠিক সময়ে ছেড়ে যেতে পারেনি। বিলম্ব যাত্রায় যাদের আপত্তি আছে তাদের টিকিট ফেরত দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
#০৯.০৫.২০২২ চট্টগ্রাম #