শিল্প সাহিত্য

চট্টগ্রাম

-নাজিমুদ্দীন শ্যামল

আমার জন্মগ্রাম- চট্টগ্রাম।
আমার ইষ্ট নাম- চট্টগ্রাম।
আমার রক্তবীজ, জন্ম বিকাশ,
আমার শৈশব, দুরন্ত যৌবন,
আমার কবিতা, যাপিত জীবন,
আমার পিতা, পিতামহ পূর্বপুরুষ
আমার নিঃশ্বাস রক্তের সঞ্চালন
আমার উত্তরজন জন্মমাটির ঘ্রাণ
ভাইবোন আত্মার স্বজন সর্বনাম
চট্টগ্রাম- আমার চট্টগ্রাম।

আমার ভালবাসা উত্তাল সমুদ্র যাপন,
আমার সবুজ বৃক্ষ, ইমারত, নগর জীবন,
আমার কর্ণফুলী আর হালদার জল,
মন্দাকিনী মায়া আর পতেঙ্গা সাগর কল্লোল।
আমার আনন্দ-বেদনা ভালো থাকা
বেঁচে থাকা, আমার প্রেয়সী উদালিয়া
বন্ধু-বান্ধব ভালবাসা কবিতার সব শিরোনাম
চট্টগ্রাম-আমার চট্টগ্রাম।

আমার পিতার নাম- চট্টগ্রাম।
আমার মাতার নাম- চট্টগ্রাম।
আমার অতীত বা আগামীর নাম
আমার উত্তর বা পূর্ব-পুরুষ চট্টগ্রাম
আমার পুনর্জন্মের শিরোনাম চট্টগ্রাম
আমার এই জীবনের নাম- চট্টগ্রাম।

নাজিমুদ্দীন শ্যামল: কবি ও সাংবাদিক