চলমান সংবাদ

সন্দ্বীপ রুটে ১৫ অক্টোবর পর্যন্ত স্পিডবোট চলাচল বন্ধ

বঙ্গোপসাগরে চট্টগ্রামের সীতাকুন্ড থেকে সন্দ্বীপ রুটে ১৫ অক্টোবর পর্যন্ত স্পিডবোট চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সম্প্রতি ওই রুটে স্পিডবোট উল্টে তিনজনের মৃত্যু এবং একজন নিখোঁজের পরিপ্রেক্ষিতে সংস্থাটি এই নির্দেশনা জারি করেছে। বিআইডব্লিউটিএ’র নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম কুমিরা চ্যানেল হিসেবে পরিচিত বঙ্গোপসাগরের ১৬ কিলোমিটার দীর্ঘ কুমিরা-গুপ্তছড়া রুটে স্পিডবোট চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন। গত ২৪ এপ্রিল জারি হওয়া নির্দেশনাটি বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সংশ্লিষ্ট সব দফতরে পৌঁছেছে। বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগের উপ-পরিচালক নয়ন শীল বলেন, ‘কুমিরা চ্যানেল একটি অশান্ত রুট। সাধারণত এই সময়ে সাগর অশান্ত থাকে। প্রচন্ড ঢেউ হয়। এ পরিস্থিতিতে স্পিডবোট চলাচল বিপজ্জনক এবং দুর্ঘটনার আশঙ্কা থাকে। বিআইডব্লিউটিএ টেকনাফ-সেন্টমার্টিন রুটে প্রতিবছর ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত পর্যটকবাহী লঞ্চসহ সকল যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেয়। কিন্তু কুমিরা রুটে সেটা আমরা পারি না। কারণ এখানে ইজারা দেয় জেলা পরিষদ। আমরা বড়জোর অনুরোধ করতে পারি, বাধা দিতে পারি না। এখন যেহেতু একটা দুর্ঘটনা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় ১৫ অক্টোবর পর্যন্ত কুমিরা চ্যানেলে স্পিডবোট চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রসঙ্গত গত ২০ এপ্রিল সকালে চট্টগ্রামের সীতাকুন্ডের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে যাবার পথে অন্তত ২০ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট উল্টে গিয়ে ডুবে যায়। এসময় সন্দ্বীপের বাসিন্দা প্রবাসী আলাউদ্দিনের মেয়ে নুসরাত জাহান আনিকাকে (১৪) উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি যাত্রীদের মধ্যে আলাউদ্দিনের আরও দুই যমজ মেয়েসহ তিন শিশু নিখোঁজ ছিল। তাদের মধ্যে দুই শিশুর মরদেহ ২০ এপ্রিল উদ্ধার হয়। আলাউদ্দিনের এক মেয়ে এখনো নিখোঁজ। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিআইডব্লিউটিএ’র জারি করা নির্দেশনায় বলা হয়েছে, কুমিরা-গুপ্তছড়া নৌপথটি একটি উপকূলীয় নৌপথ। ওই চ্যানেল সাগর উপকূলীয় হওয়ায় কালবৈশাখীসহ অশান্ত মৌসুমে ও খারাপ আবহাওয়ায় চরম উত্তাল হয়ে পড়ে। এতে প্রবল ঢেউ ও প্রচন্ড রোলিং তৈরি হয়। ফলে এই মৌসুমে ওই নৌরুটে স্পিডবোট চালানো খুবই ঝুঁকিপূর্ণ। সম্প্রতি একটি দুর্ঘটনায় চারজনের প্রাণহানির পর সন্দ্বীপের আপামর জনগণ অশান্ত মৌসুমে কুমিরা চ্যানেলে স্পিডবোট চলাচল বন্ধের দাবি জানিয়েছেন।
# ২৯.০৪.২০২২ চট্টগ্রাম #