চলমান সংবাদ

ঈদে ঘরমুখী মানুষদের অস্ত্র ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র ছিনতাই, গ্রেপ্তার ৫

ঈদকে কেন্দ্র করে নগরজুড়ে সরব ছিনতাইকারীরা। ঈদে ঘরমুখী মানুষদের অস্ত্র ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার ও নগদ অর্থ ছিনতাই করে নেয়া লাল সুমন বাহিনীর প্রধান সুমনসহ ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আসন্ন ঈদকে ঘিরে চালানো বিশেষ অভিযানে নগরীর রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) মধ্যরাতে নগরীর রেলস্টেশন রোডস্থ হযরত হাজী ভঙ্গি শাহ্ মাজারের সামনে ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেপ্তার করা এসব ছিনতাইকারীরা হলেন- সুমন বাহিনীর প্রধান মো. সুমন (২৪), মো. রাসেল (২৬), শরীফ হোসেন সুমন (২৫), তপন দত্ত (৩৭) ও রেজাউর রহমান (৩০)। র‌্যাব-৭’র সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, কয়েকজন ছিনতাইকারী ছিনতাই করার উদ্দেশ্যে রেলস্টেশন এলাকায় একত্রিত হয়েছে এমন গোপন তথ্যের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালাই। অভিযানে লাল সুমন বাহিনীর প্রধান সুমনসহ ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি ধারালো চাকু জব্দ করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে- ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের চলাচলের স্থানে পথচারীকে আটকে দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে পথচারীদের জিম্মি করে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা-পয়সা ছিনতাই করে থাকে। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

# ২৯.০৪.২০২২ চট্টগ্রাম #