চলমান সংবাদ

চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে নিরাপদ নৌ যাতায়াতের দাবিতে জামা খুলে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি

দ্বীপ উপজেলা সন্দ্বীপ রুটে নিরাপদ নৌ যাতায়াতের দাবিতে জামা খুলে ব্যতিক্রমী প্রতিবাদী কর্মসূচি পালন করেছেন সন্দ্বীপবাসী। সোমবার (২৫ এপ্রিল) দুপুরে সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের আয়োজনে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বেশ কয়েকটি সংগঠন একাত্মতা ঘোষণা করে। মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছরেও চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে নৌচলাচল নিরাপদ হয়নি। এখনো এ রুটে দুর্ঘটনায় যাত্রীরা মারা যাচ্ছেন। কিন্তু প্রশাসন কাউকে ক্ষতিপূরণ দেয়নি। একটা ঘটনায়ও সুষ্ঠু তদন্ত হয়নি। এ রুটে লাল বোটের মাধ্যমে যাত্রীদের পারাপার করতে হয়। কয়েকদিন আগেও বোট উল্টে শিশুসহ চারজন মারা গেছেন। চট্টগ্রাম-সন্দ্বীপ নৌ রুটে মধ্যযুগীয় ভোগান্তি ও অনিরাপদ যাতায়াত ব্যবস্থ আর কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সভাপতি এডভোকেট রিদোয়ানুর বারীর সভাপতিত্বে ও সম্পাদক মঞ্জুরুল আলমের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সালেহ নোমান, সারোয়ার সুমন, এসোসিয়েশনের উপদেষ্টা সারোয়ার জামিল শামীম, সিডিএর সাবেক বোর্ড মেম্বার রোমানা নাসরিন,সন্দ্বীপ ফ্রেন্ডস সার্কেল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মো. শরীফুল আলম, সন্দ্বীপ ছাত্র ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইমতিয়াজ কবির, লায়ন্স ক্লাব অব চিটাগং সন্দ্বীপের সভাপতি কাজী জিয়া উদ্দীন প্রমুখ।

# ২৫.০৪.২০২২ চট্টগ্রাম #