চলমান সংবাদ

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) বায়েজিদ বোস্তামী থানা কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

গত ২৩ এপ্রিল ২১ রমাজান ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) বায়েজিদ বোস্তামী থানা কমিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে সমগ্র মানব জাতির মংগল কামণা করে কোরান তেলাওয়াত করা হয়।  পরবর্তীতে সংগঠনের সভাপতি আশ্রাফ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিন উদ্দিনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান, টিইউসি কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু, ইনসাব জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আক্তার মিয়া, কতোয়ালী থানা কমিটির নেতা সবুজ হাওলাদার ও মোঃ শিপন,বায়েজিদ থানা কমিটির সহ সভাপতি মোহাম্মদ ফিরোজ  আলম প্রমুখ শ্রমিক নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ বলেন, শ্রম আইনে শ্রমিকদের উৎসব বোনাসের কথা উল্লেখ থাকলেও নির্মান শ্রমিকদের ঈদ বোনাস কে দিবে সেটা কেউ জানেনা। নির্মান শ্রমিকদের হাতের ছোঁয়ায় বাংলাদেশে মেগা প্রকল্প ও মেগা উন্নয়ন সাধিত হলেও দিন শেষে নির্মাণ শ্রমিকদের পরিচয় যেন দিন মজুর ছাড়া কিছুই নয়। ফলে নির্মাণ শ্রমিকদের রথ বন্ধ হলে আয়-রোজগারের পথও বন্ধ হয়ে যায়।

সভায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, এভাবে দ্রব্য মূল্য বৃদ্ধি অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও কঠিন পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এতে জনজীবন বিপন্ন হতে পারে। সভায়  যে কোন জনদুর্ভোগ লাঘব করার লক্ষে সারা নির্মাণ শ্রমিক সহ সকল দরিদ্র জনগোষ্ঠীর তালিকা করে সবাইকে স্থায়ী রেশনিং ব্যবস্থার আওতায় আনার জন্য দাবি জানানো হয়।

# ২৬/০৪/২০২২, প্রেস বিজ্ঞপ্তি #