চলমান সংবাদ

সমুদ্র অর্থনীতি : বাংলাদেশের উন্নয়ন ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

‘সমুদ্র অর্থনীতি : বাংলাদেশের উন্নয়ন ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেছেন, সমুদ্রের যে সম্ভাবনা আছে তা আমাদের কাজে লাগাতে হবে। আমি স্বপ্ন দেখি। একদিন আমরা সফল হব। আমাদের স্বপ্ন বাস্তব আকার ধারণ করবে। এই স্বপ্ন বাস্তবায়নে আমাদের আরো দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

বুধবার (২০ এপ্রিল) বিকেলে নগরীর আগ্রাবাদস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য এসব কথা বলেন। বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএ) আয়োজিত এই সেমিনারে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি, অর্থনীতি বিশ্লেষক ও গবেষক অধ্যাপক মইনুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনএ সম্পাদক মিজানুর রহমান মজুমদার।

বিএনএ প্রকাশক জাকির হোসেনের সভাপতিত্বে সেমিনারের আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইউনিস্টিটিউটের অধ্যাপক, পরিচালক এবং মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ অনুষদের ডিন ড. শফিকুল ইসলাম, সামুদ্রিক মৎস দপ্তর চট্টগ্রামের পরিচালক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইউনিস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. নুরুল আজিম শিকদার এবং একই বিভাগের সহকারি অধ্যাপক নেসারুল ইসলাম, ক্যাপ্টেন মোহাম্মদ এনাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনএ’র নির্বাহী সম্পাদক ইয়াসীন হীরা। পরে সাংবাদিকসহ উপস্থিত অতিথিদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়।

# ২০.০৪.২০২২ চট্টগ্রাম #