চলমান সংবাদ

নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে মিষ্টিমুখকে ৩ লাখ টাকা জরিমানা

নগরীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে মিষ্টিমুখ, হোটেল জামান রেস্টুরেন্ট ও বিরিয়ানি হাউসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন-চসিক’র ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ এপ্রিল)নগরীর চকবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন চসিক’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এ অভিযানে মিষ্টিমুখকে ৩ লাখ টাকা এবং হোটেল জামান রেস্টুরেন্ট ও বিরিয়ানি হাউসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, আরেক অভিযানে চসিক’র স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে চিটাগাং শপিং কমপ্লেক্সে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসায় পরিচলনা করার দায়ে এক প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা এবং চসিক স্যানিটারি পরিদর্শকের মামলায় দুই দোকানিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে চসিক’র সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।
# ২০.০৪.২০২২ চট্টগ্রাম #