চলমান সংবাদ

চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবস পালিত

ব্রিটিশ বিরোধী আন্দোলনের ঐতিহাসিক অধ্যায় চট্টগ্রাম যুব বিদ্রোহের ৯২তম বার্ষিকীতে অগ্নিযুগের বিপ্লবীদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে বিভিন্ন সংগঠন। যুব বিদ্রোহের প্রাণপুরুষ মাস্টারদা সূর্য সেনের আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনগুলো। সোমবার (১৮ এপ্রিল) সকালে নগরীর জেএমসেন হল প্রাঙ্গণে মাস্টারদা সূর্য সেনের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে কমিউনিস্ট পার্টি, বাসদ, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদসহ বিভিন্ন সংগঠন। সেখানে নেতৃবৃন্দ বলেন, ব্রিটিশবিরোধী যুব বিদ্রোহের অনুপ্রেরণাই পরবর্তীতে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করেছিল। সা¤্রাজ্যবাদী শোষণ হতে ভারতীয় উপমহাদেশকে মুক্ত করতে মাস্টার দা সূর্যসেন লড়াই করেছেন। শোষণমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে সা¤্রাজ্যবাদ বিরোধী, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক আন্দোলনে অতীত সংগ্রামের স্মৃতিস্মারক ‘চট্টগ্রাম যুব বিদ্রোহ দিবস’ মুক্তিকামী মানুষের অনুপ্রেরণা জোগায়। যুব ইউনিয়নের পক্ষে থেকে পুষ্পস্তবক অর্পনের পর আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার নেতা প্রীতম দাশ, রাশিদুল সামির, রূপন কান্তি ধর, বিপ্লব দাশ, রবি শংকর সেন নিশান, মিঠুন বিশ্বাস, অভিজিৎ বড়–য়া প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বৃটিশ বিরোধী আন্দোলনের স্মৃতিধন্য চট্টগ্রামের জালালাবাদ পাহাড়ে এখনো কোনো স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়নি। সেখানে সাধারণের প্রবেশাধিকার নেই। যুব বিদ্রোহের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর উদ্যোগও নেওয়া হয়নি। বক্তারা বৃটিশ বিরোধী আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার দাবি জানান। পরে ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন জেলার সভাপতি এ্যানি সেন, সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি গোরচাঁদ ঠাকুর, অয়ন সেনগুপ্ত প্রমুখ। বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের উদ্যোগে যুব বিদ্রোহ দিবসে সকালে মাস্টারদা সূর্য সেন ও অন্যান্য বিপ্লবীদের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণের পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের উপদেষ্টা শিক্ষাবিদ বিজয় শংকর চৌধুরী। বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক সিঞ্চন ভৌমিক, অর্থ-সম্পাদক তপন ভট্টাচার্য, প্রীতিলতা ট্রাস্টের ট্রাস্ট্রি বিশ্বজিত কুমার দেব, আজীবন সদস্য দেবাশীষ দে, নীতি চেীধুরী, সদস্য সচিব সজল শিকদার প্রমুখ। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ চট্টগ্রাম জেলা শাখা শ্রদ্ধা নিবেদন করে। এসময় নেতৃবৃন্দ বিপ্লবীদের ইতিহাস সংরক্ষণসহ পাঠ্যপুস্তকে তাদের জীবনী যুক্ত করার দাবিও জানান। উল্লেখ্য, বৃটিশবিরোধী আন্দোলনের মহান নায়ক মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে ১৯৩০ সালের ১৮ এপ্রিল চট্টগ্রাম যুব বিদ্রোহ সংঘটিত হয়। ইংরেজ শাসনের সমস্ত অধীনতা থেকে ৪ দিনের জন্য স্বাধীন করা হয় এই অঞ্চলকে। এই ঘটনা সেদিন বৃটিশ রাজশক্তির ভিতকে কাঁপিয়ে দিয়েছিলো এবং পরাধীন দেশের মানুষের সামনে নিয়ে এনেছিল শক্তি ও সাহস। মাত্র ৪ দিনে চট্টগ্রামের দামপাড়া পুলিশ ব্যারাক, পাহাড়তলী অস্ত্রাগার, টেলিগ্রাফ অফিসসহ বিভিন্ন জায়গায় ছাত্র তরুণ-যুবকদের প্রতিরোধ গড়ে উঠে এবং জালালাবাদ পাহাড়ে বৃটিশ সৈন্যদের সাথে সম্মুখ যুদ্ধ হয়। এই বিদ্রোহের ঘটনায় মাস্টারদা সূর্যসেন ও তার তরুণ বিদ্রোহী বাহিনীর নাম চারদিকে ছড়িয়ে পড়ে এবং ইংরেজ শাসনের বিরুদ্ধে লড়াই জোরদার হয়ে উঠে। # ১৮.০৪.২০২২ চট্টগ্রাম #