চলমান সংবাদ

অবৈধ স্থাপনা অপসারণে আবারও জেলা প্রশাসনকে চিঠি দিল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের প্রাচীর সংলগ্ন পরীর পাহাড়ের পাদদেশে গড়ে উঠা ঝুঁকিপূর্ণ অবৈধ স্থাপনা অপসারণের জন্য জেলা প্রশাসনকে পুনরায় চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ নূরুল আমিন গত ১১ এপ্রিল জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের কাছে এই চিঠি দেন। চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশ ব্যাংক, চট্টগ্রাম অফিস একটি ১ (ক) শ্রেণিভুক্ত কেপিআই প্রতিষ্ঠান। কেপিআই নীতিমালায় প্রণীত নির্দেশনা ৬.১.১ অনুযায়ী কেপিআই এর সীমানার ২০ (বিশ) মিটারের ভেতরে যে কোনো স্থাপনা নির্মাণের ক্ষেত্রে কেপিআইডিসির মতামত বা ছাড়পত্র গ্রহণ করতে হবে। সম্প্রতি ব্যাংকের নতুন ভবনের উত্তর পার্শ্বে পরীর পাহাড়ের পাদদেশে ব্যাংক প্রাচীরের অতি সন্নিকটে আইনজীবী সমিতি কর্তৃক স্থাপনা নির্মাণ করা হয়েছে, যা কেপিআই নীতিমালার পরিপন্থী এবং এতে বাংলাদেশ ব্যাংকের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।’ চিঠিতে ঝুঁকিপূর্ণ স্থাপনা উচ্ছেদের অনুরোধ জানিয়ে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের মতো একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকল্পে এবং কেপিআই নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে পরীর পাহাড়ের পাদদেশে গড়ে উঠা অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা প্রয়োজন। এর আগেও বেশ কয়েকবার অবৈধ স্থাপনাগুলো সরাতে জেলা প্রশাসনকে জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি সরকারি আরও ২৪টি দপ্তর থেকে অবৈধ স্থাপনা সরানোর জন্য চিঠি দেওয়া হয়েছিল। অবৈধ স্থাপনা উচ্ছেদে বাংলাদেশ ব্যাংকের চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। তিনি বলেন, ‘এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
# ১৮.০৪.২০২২ চট্টগ্রাম #