চলমান সংবাদ

আইআইইউসি’র ইফতার ও দোয়া মাহফিলে নদভী

দুর্ণাম ঘুচিয়ে আইআইইউসি বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সোমবার (১৮ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম ক্লাবের মিলনায়নতনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ’র চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, প্রেস, পাবলিকেশন ও অ্যাডভারটাইজম্যান্ট কমিটির চেয়ারম্যান ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ খালেদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়-আইআইইউসি চট্টগ্রাম’র প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাসরুরুল মাওলা, ট্রাস্টি বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী, বদিউল আলম, হেলাল উদ্দিন চৌধুরী, সাংবাদিক জসীম চৌধুরী সবুজ। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য রিজিয়া রেজা চৌধুরী, ড. সালেহ জহুর, প্রফেসর ড. ফসিউল আলম, ড. কাজী দ্বীন মোহাম্মদ প্রমুখ। ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের আগের পরিচালনা কমিটির নানা অনিয়ম-দুর্নীতির কারণে অনেক দুর্ণাম রয়েছে। আগের পরিচালনা কমিটি অর্থ আত্মসাৎ করে বাইরে পাচার করার কারণে এই প্রতিষ্ঠানটি একটি লোকসানী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল। একাডেমিকসহ নানা সমস্যা ছিল আগে। আমরা দায়িত্ব নেয়ার পর প্রথমদিকে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিতে আমাদের হিমশিম খেতে হয়েছে। কিন্তু এখন অনন্ত এক বছরের বেতন দেয়ার মতো অর্থ আমাদের জমা রয়েছে। বর্তমান পরিচালনা কমিটির দক্ষতায়-আন্তরিকতায় এখন অনেক সমস্যা সমাধান হয়ে গেছে। প্রতিষ্ঠানটি এখন বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠছে। একাডেমিক অনেক উন্নত হয়েছে। অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে। বেশকিছু বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে, যাতে শিক্ষার্থীদের কোন সমস্যা না হয়। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে আমি এই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হয়েছি। সর্বোচ্চটুকু দিয়ে এর উন্নয়নে চেষ্টা করবো। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ইসলামাইজেশনের মাধ্যমে এই প্রতিষ্ঠানকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো। ট্রাস্টি বোর্ডের সদস্য রাজনীতিক বদিউল আলম বলেন, এই প্রতিষ্ঠানে আগে কোন জাতীয় দিবস পালন করা হতো না। এখন যথাযথ মর্যাদায় সেগুলো পালন করা হয়। হেলাল উদ্দিন চৌধুরী বলেন, দুর্নীতিপরায়ন প্রতিষ্ঠান হিসেবে আইআইইউবি পরিচিত ছিল। এখন সেটা থেকে উত্তরণ ঘটেছে। সাংস্কৃতিক জাগরণ ঘটানোর মধ্য দিয়ে আরো উন্নত প্রতিষ্ঠানে পরিনত করা হবে। কোন ধরনের সমস্যা হলে গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে আমরা তা সমাধান করবো। সভাপতির বক্তব্যে ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ খালেদ মাহমুদ বলেন, এই প্রতিষ্ঠান আগে নানা কারণে দেশে-বিদেশে সমালোচিত-বিতর্কিত ছিল। কিন্তু বর্তমান পরিচালনা কমিটি দায়িত্ব নেয়ার পর থেকে এটিকে সঠিক ধারায় পরিচালনা করছে। জঙ্গিবাদ-মৌলবাদ নির্মূলে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর সহসী ও দৃঢ়তাপূর্ণ সিদ্ধান্তের কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তাঁর সাহসী সিদ্ধান্তের কারণে এই প্রতিষ্ঠানসহ দেশ উন্নতির শিখরের দিকে এগিয়ে যাচ্ছে। উন্নত রাষ্ট্র গঠনে শিক্ষা বিস্তÍারের এই প্রতিষ্ঠান ভূমিকা রাখবে। আজকে মাহফিলে যারা এসেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি সকলকে আইআইইউসি’র পাশে থাকার আহবান জানান।
# ১৮.০৪.২০২২ চট্টগ্রাম #