চলমান সংবাদ

চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে এবং সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে রাস্তা পারাপারের সময় বেপরোয়া তিশা প্লাটিনাম নামে এক বাসের ধাক্কায় রবিউল হোসেন সেলিম (৩৫) নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। রোববার (১৭ এপ্রিল) বেলা ১২ টার দিকে উপজেলার জোরারগঞ্জের বিএসআরএম গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল হোসেন উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের পশ্চিম সোনাপাহাড় এলাকার মো. আবু তাহেরের পুত্র। তিনি উপেজলা যুবলীগের রাজনীতির পাশাপাশি ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত ছিলেন। স্থানীয় এক ব্যক্তি জানান, বাড়ি থেকে বের হয়ে নিজের ব্যবসায়িক কাজে যাচ্ছিলেন। পথে বিএসআরএম গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা তিশা প্লাটিনাম নামের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে রোববার সকাল সাতটার দিকে সীতাকুন্ডের বাড়বকুন্ড পুরাতন স্টেশনের অদূরে শুকলাল হাটে ট্রেনে কাটা পড়ে হেলাল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়। এতে নিহতের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। নিহত হেলাল নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার বোরহান মার্কেট এলাকার মো. সিরাজ মিয়ার ছেলে। তিনি শুকলালহাট এলাকায় একটি আড়তে কাজ করতেন। সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম জানান, সকালে রেললাইনে একটি কাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা রেলওয়ে পুলিশে খবর দেয়। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। মাথা চূর্ণবিচূর্ণ, মুখমন্ডল বিকৃত অবস্থায় রক্তাক্ত মরদেহটি রেললাইনের পাশে পড়ে ছিল। শরীরের বিভিন্ন অংশও প্রায় ছিন্নভিন্ন হয়ে গেছে। সকালে লাশটি কাটা পড়েছে। সকালে সুবর্ণ এক্সপ্রেস, মহানগর, তুর্ণা নিশিতা, ডাউন ট্রেনসহ বেশ কয়েকটি ট্রেন ঢাকা থেকে চট্টগ্রামে যাতায়াত করে। তবে কোন ট্রেনে কাটা পড়েছে সেটি আমরা নিশ্চিত না। লাশের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। একটি সবজির আড়তে কাজ করতেন। ভোরে বাসা থেকে আড়তে যাবার সময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। # ১৭.০৪.২০২২ চট্টগ্রাম #