শিল্প সাহিত্য

আমাদের গল্প শোন

-নাজিমুদ্দীন শ্যামল

আমরা নুন দিয়ে পান্তা খাই প্রতিদিন,
আমরা কয়লা দিয়ে দাঁত মাজি সকালবেলা।
আমাদের পরনের লুঙ্গি শাড়ি ভীষণ ছেঁড়া,
আমাদের দুপুরে ভাত জোটেনা কোনদিন।

আমাদের বউয়েরা ব্রেসিয়ার পরে না,
আমাদের সন্তানেরা ইশ্কুলেও যায় না।
আমাদের গায়ে নুন ঘামের গন্ধ থাকে,
আমাদের ভাগ্য অন্য কেউ লেখে।

আমরা সারাদিন হাঁড়ভাঙা শ্রম বেচি,
আমরা প্রায়ই অভুক্ত থাকি।
আমরা কখনো প্রতিবাদ করতে পারিনা।
আমরা এখন আর স্বপ্নও দেখিনা।

আমাদের সন্তানেরা আমাদের মতো,
আমাদের বস্তিগুলো নরকের মতো।
আমাদের বেদনা অভাবের নাম,
আমাদের সান্তনা কালেমা কালাম।

আমরা জানিনা কেন এই ব্যবধান,
আমরা বুঝিনি কোন শ্রেনী সংগ্রাম
আমরা চিরকাল লাথির কাঁঠাল;
আমরা মার খাই প্রতিটি সকাল।

আমাদের দিন রাত্রির মতো কালো,
আমাদের স্বপ্ন চাঁদের মতো দূরে।
আমাদের ভালবাসা ক্ষুধার মতো তীব্র,
আমাদের প্রতিবাদ ঝড়ের মতো ক্ষীপ্র।

 

নাজিমুদ্দীন শ্যামলঃ কবি ও সাংবাদিক