চলমান সংবাদ

জাহাজ ভাঙ্গা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের সভা

– ১১ এপ্রিল সকাল ১১টায় মানববন্ধন ও সমাবেশ

আজ বিকাল ৩টায় জাহাজ ভাঙ্গা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের এক সভা এনায়েত বাজারস্থ কোর্ডিনেশন অফিসে অনুষ্ঠিত হয়।   টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি এবং ফোরামের আহবায়ক তপন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন ফোরামের  যুগ্ম আহবায়ক এবং জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি সফর আলী, জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ফোরামের যুগ্ম আহ্বায়ক এ এম নাজিম উদ্দিন, বাংলাদেশ লেবার ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি নুরুল আবসার ভুঁইয়া, ফোরামের কোষাধ্যক্ষ রিজওয়ানুর রহমান খান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু, জাহাজ ভাঙ্গা শ্রমিক নেতা মোহাম্মদ আলী, বিএফটিউসির চট্টগ্রাম জেলার সাধারন সম্পাদক কে এম শহিদুল্লাহ প্রমুখ শ্রমিকনেতা।

সভায় জাহাজ ভাঙ্গা সেক্টরের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। গত ২ এপ্রিল সংবাদ সুম্মেলনে ঘোষিত কর্মসূচী অনুসারে সেক্টরে অব্যাহতভাবে দুর্ঘটনায় শ্রমিক নিহত-আহত হওয়ার প্রতিবাদে, বছরে ২টি উৎসব বোনাস এবং সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন সহ ১২ দফা দাবিতে ১১ এপ্রিল চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানব ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠান এবং দাবি গুলো উল্লেখ করে দ্রুত বাস্তবায়নের জন্য ফোরামের পক্ষ থেকে শিল্প মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

 # ০৬/০৪/২০২২, প্রেস বিজ্ঞপ্তি #