চলমান সংবাদ

চট্টগ্রামে বাস চাপায় শিশু নিহত

চট্টগ্রামে বাড়ি থেকে মাদ্রাসা যাওয়ার পথে বাসচাপায় এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর বাকলিয়া থানার কর্ণফুলী শাহ আমানত সেতুর উত্তরপ্রান্তে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আদিবের (৭) বাড়ি চন্দনাইশ উপজেলার বৈলতলী এলাকায়। ওই এলাকার মৃত সায়েম মাহমুদের ছেলে আদিব নগরীর হালিশহর থানাধীন মইন্যাপাড়া এলাকার আরেবিয়া আলেফ দারুল ফোরকান ইসলামিয়া একাডেমির হেফজখানায় লেখাপড়া করত। আদিবের চাচা ও হালিশহর আরবিয়া সালেহ দারুল ফোরকান ইসলামী একাডেমির পরিচালক মাওলানা মো. শাহজালাল বলেন, গত বৃহস্পতিবার বাড়িতে গিয়েছিলাম। শনিবার বাড়ি থেকে গাড়ি করে নতুন ব্রিজ এসে নামি। হালিশহর যাওয়ার জন্য সিএনজি অটোরিকশা ভাড়া করার সময় বাস ধাক্কা দেয়। সেখান থেকে আদিবকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, নতুন ব্রিজের মুখে সিএনজি অটোরিকশার জন্য অপেক্ষা করছিল আদিব ও তার চাচা। অপরপাশ থেকে দ্রুতগামী বাস এসে তাদেরকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে নগরের ডবলমুরিং থানাধীন চৌমুহনী মোড়ের আব্দুল শুক্কুরের বাড়ি এলাকার দেওয়াল ধসে শিশু ও বৃদ্ধসহ ৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার (২ এপ্রিল) দুপুরে চৌমুহনীর এলাকায় অর্কিড ভবনের পাশে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে দেওয়াল ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। ধসে পড়া দেওয়ালটির পাশে অর্কিড ভবনের নির্মাণ কাজ চলছে। নির্মাণকাজে মাটিতে প্রেশার পড়ে, এতে দেওয়ালটি পড়ে যায়। তিনি আরও বলেন, এ ঘটনায় আহত ৫জনের মধ্যে শিশু-বৃদ্ধসহ ৪ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে স্থানীয়রা আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
# ০২.০৪.২০২২ চট্টগ্রাম #