চলমান সংবাদ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নেদারল্যান্ডসের আমস্টারডামে উড়েছে লাল-সবুজের পতাকা

স্বধীনতা দিবসে নেদারল্যান্ডসের আমস্টারডাম এর নর্ড এর সবুজ মাঠে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে বাংলাদশের ছেলে-মেয়েরা

স্বাধীনতার ৫০ বছর, সুবর্ণ জয়ন্তী উদযাপন হলো দেশ জুড়ে। দেশ থেকে বহুদূরে বিদেশে থাকে যারা তাদের মননে চেতনায় থাকে লাল সবুজের পতাকা, শ্যামল বাংলাদেশ। তাইতো নেদারল্যান্ডসের আমস্টারডাম এর নর্ড এর সবুজ মাঠে একঝাঁক ছেলে মেয়ে ২৬ শে মার্চ মিলিত হলো প্রাণের টানে লাল সবুজ পতাকা নিয়ে। অসীম ভালবাসায় তারা উড়িয়েছে ৩০ লক্ষ শহীদের রক্তে রঞ্জিত লাল-সবুজের পতাকা। ছবিটি বলছে, পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা আমাদের ছেলে মেয়েরা ভোলেনি তাদের বাংলা মাকে। এরাই তুলে ধরবে বাংলাদেশকে বিশ্বের সামনে।

# ৩১/০৩/২০২২, আমস্টারডাম, নেদারল্যান্ডস#