চলমান সংবাদ

সুবর্ণে স্বাধীনতা, সমুজ্জ্বল কবিতা’ সম্মিলিত আবৃত্তি জোটের বর্ণাঢ্য উৎসব শুরু

‘সুবর্ণে স্বাধীনতা, সমুজ্জ্বল কবিতা’ শিরোনামে বুধবার (৩০ মার্চ) থেকে নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে দুইদিনের বর্ণাঢ্য আবৃত্তি উৎসব। সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম’র গৌববের ৩০ বছরে পদার্পন এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এ উৎসব বিকেলে শিল্পকলার অণিরুদ্ধ মুক্তমঞ্চে শুরু হয় জোটভূক্ত ২৩টি সংগঠনের শতশিল্পীর সমবেত ‘জন্মভূমি পূণ্যভূমি’ শিরোনামে বৃন্দ আবৃত্তির মধ্য দিয়ে। আবৃত্তিশিল্পী ফারুক তাহেরের রচনায় এটির নির্দেশনা দেন আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী। এরপর পরই আকাশে রঙিন বেলুন উড়িয়ে উৎসব উদ্বোধন করেন বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক মোহীত উল আলম। সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি অঞ্চল চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি ছিলেন কবি ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠক আবদুল হালিম দোভাষ, আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী এবং জোটের সহ সভাপতি সাইফ চৌধুরী। জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন জোটের সহ-সভাপতি ফারুক তাহের। আবৃত্তিশিল্পী অনির্বাণ চৌধুরী ও ঐশী পালের উপস্থ্পনায় এরপর উৎসবে বৃন্দ আবৃত্তি পরিবেশন করে উচ্চারক আবৃত্তি কুঞ্জ, মুক্তধ্বনি আবৃত্তি সংসদ, বৈখরী আবৃত্তি আলয়, একুশ মানবিকতা ও আবৃত্তি চর্চা কেন্দ্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, শৈশব বাচিক চর্চা কেন্দ্র। # ৩০.০৩.২০২২ চট্টগ্রাম #