চলমান সংবাদ

অসাধু ব্যবসায়ী-মজুতদারের কঠোর শাস্তির দাবি ক্যাব’র

নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ার নেপথ্যে অসাধু, মুনাফাখোর ও মজুতদার ব্যবসায়ীদের কারসাজিকে দায়ী করে ওইসব ব্যবসায়ীদের শাস্তি দাবি করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বুধবার (৩০ মার্চ) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে ক্যাব চট্টগ্রামের উদ্যোগে নিত্যপণ্য মূল্যের ক্রমাগত উর্ধ্বগতিরোধ ও ইফতারে খিচুরি খাওয়ার দাবিতে আয়োজিত মানববন্ধন ও গণঅবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র-ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, প্রধান বক্তা ছিলেন পরিবেশবিদ প্রফেসর ড. ইদিস আলী। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. শাহ আলম ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা তৌহিদুল করিম কাজল, ডা. কে এম মইনুদ্দিন, রাজনীতিবিদ মিঠুল দাশগুপ্ত। ক্যাব চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু ও প্রজন্ম চট্টগ্রাম’র প্রধান নির্বাহী চৌধুরী জসীমুল হক সভা পরিচালনা করেন। বক্তারা অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হওয়ার আহবান জানান।

# ৩০.০৩.২০২২ চট্টগ্রাম #