চলমান সংবাদ

মূল্যবৃদ্ধির অপতৎপরতা চালালে কঠোর শাস্তি- চসিক মেয়র

নিত্য পণ্যের মূল্যবৃদ্ধির অপচেষ্টাকারী অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি উচ্চারণ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। সোমবার (২৮ মার্চ) সকালে চসিক পুরাতন নগর ভবনে কে.বি আবদুচ ছত্তার মিলনায়তনে চসিক বাজার মনিটরিং কমিটির উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ী ও ভোক্তা সংগঠনের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মেয়র বলেন, আগামী রমজান মাসে নগরীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে কোন অসাধু মহল যদি অপতৎপরতার মাধ্যমে কৃত্রিম মূল্যবৃদ্ধির অপচেষ্টা চালায় তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে। এছাড়া ভেজালপণ্য উৎপাদন ও বিক্রয়ে যারা লিপ্ত থাকবে তাদেরও কোনরূপ ছাড় দেয়া হবে না। মুল্যবৃদ্ধির নানা অপতৎপরতার বিরুদ্ধে বাজার মনিটরিংসহ সিটি ম্যাজিস্ট্রেট কঠোর অবস্থানে থাকবেন বলে মেয়র ঘোষণা দেন। চসিক ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব খালেদ মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, চসিক বাজার মনিটরিং কমিটির সভাপতি কাউন্সিলর আবদুল মান্নান, চেম্বারের পরিচালক ওহিদ সিরাজ স্বপন, জেলা প্রশাসকের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ আল মামুন, ভোক্তা অধিকারের উপ পরিচালক ফয়েজ উল্লাহ, ক্যাবের সভাপতি নাজের হোসেন প্রমুখ। এরপর দুপুরে চসিক ৬ষ্ঠ নির্বাচিত পরিষদের ১৪তম সাধারণ সভায় সভাপতির বক্তব্যে মেয়র জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থাকে আগামী বর্ষায় যাতে কোন ধরণের জলজট না হয় সে ব্যাপারে এখনই পদক্ষেপ নেয়ার আহবান জানান। মেয়র বর্ষা শুরুর আগে নগরীর সব খাল থেকে মাটি উত্তোলন করার নির্দেশ দেন। নগরীর মেগা প্রকল্পের আওতার বাইরে যে ২১টি খাল রয়েছে সে খালগুলোর সঠিক অবস্থান নির্ণয় ও সম্ভাব্যতা যাচাই করে প্রকল্পের ডিপিপি তৈরির নির্দেশনা প্রদান করেন। এছাড়া ওয়ার্ড কাউন্সিলরদের পরিচ্ছন্ন, মশক নিধন, আলোকায়নের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব ওয়ার্ড ভিত্তিক স্ব স্ব কাউন্সিলরদেরকে গ্রহণ করে নিরবিচ্ছিন্নভাবে সেবা কার্যক্রম পরিচালনা করতে দায়িত্ব প্রদান করেন। এছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বাজার মনিটরিং করার নির্দেশ দেন। চসিক ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সচিব খালেদ মাহমুদের সঞ্চালনায় প্যানেল মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ও বিভাগীয় প্রধানরা এতে বক্তব্য রাখেন।

# ২৮.০৩.২০২২ চট্টগ্রাম #