চলমান সংবাদ

হরতালে চট্টগ্রামসহ সারাদেশে পুলিশী হামলা,গ্রেপ্তার-নির্যাতনের প্রতিবাদে বামজোটের বিক্ষোভ সমাবেশ

হরতালে চট্টগ্রামসহ সারাদেশে পুলিশী হামলা,গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে আজ চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা সমন্বয়ক ও সিপিবি জেলা সভাপতি কমরেড অশোক সাহার সভাপতিত্বে আজ বিকালে সিনেমা প্যালেসে  অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী হাসান মারূফ রুমী,সিপিবি জেলা সহসাধারণ সম্পাদক নুরুচ্ছফা ভূঁইয়া, বাসদ জেলা সদস্য মহিন উদ্দিন, বাসদ(মার্কসবাদী) জেলা সদস্যসচিব শফি উদ্দিন কবির আবিদ,বাসদ নেতা রায়হানউদ্দিন ।সভায় নেতৃবৃন্দ বলেন,”মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামজোট আহুত হরতালে চট্টগ্রামসহ সারাদেশে পুলিশী হামলা,গ্রেপ্তার, নির্যাতনের ঘটনা ন্যাক্কারজনক।সরকার হরতাল ঠেকাতে যে তৎপরতা প্রদর্শন করেছে,তার কিছুটা মাত্রায় বাজার নিয়ন্ত্রণ ও সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরূদ্ধে প্রদর্শন করলে,জনগণ সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়তোনা।মূল্যবৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠলেও,সরকারের মন্ত্রীদের বক্তব্য শুনে মনে হবে,বাজার সরকারের নিয়ন্ত্রণে আছে।অথচ সরকারের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভাষ্য হচ্ছে,আমদানিকারক ও মিলমালিকদের কারসাজিতে সয়াবিন তেলের দাম বেড়েছে।আমন-বোরোর বাম্পার ফলন ও পর্যাপ্ত মজুত থাকলেও,মজুতদারি ও সিন্ডিকেটের কারণে চালের দাম বাড়তি। বাস্তবে রাজনৈতিক স্বার্থে সরকার সিন্ডিকেট ব্যবসায়ী-লুটপাটকারীদের বিরূদ্ধে ব্যবস্থা নিচ্ছেনা।কারণ ক্ষমতায় টিকে থাকতে হলে এদের সমর্থনই সরকারের দরকার।রাতের আঁধারে ক্ষমতায় আসা সরকারের জনগণের সমর্থন প্রয়োজন নেই।ফলে মূল্যবৃদ্ধির কবল থেকে বাঁচতে হলে জনগণকেই আজ রুখে দাঁড়াতে হবে।’’

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আন্দরকিল্লাহ মোড়ে এসে শেষ হয়।