চলমান সংবাদ

চট্টগ্রামে শান্তিপূর্ণ হরতাল কর্মসূচিতে পুলিশের বাধা

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম জোটের ডাকা আধাবেলা হরতাল কর্মসূচি চট্টগ্রামে পুলিশী বাধার মুখে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। সিপিবি নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ হরতালের সমর্থনে অবস্থান কর্মসূচি, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। নগরীর বিভিন্ন সড়কে যান চলাচল করলেও সংখ্যায় ছিল অনেক কম। দূরপাল্লার যানবাহন, ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। সরকারি-বেসরকারি অফিস, কলকারখানায়ও কর্মকান্ড স্বাভাবিক ছিল। এদিকে হরতাল প্রতিরোধের ঘোষণা দিলেও রাজপথে দেখা যায়নি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগকে। নগরীর দারুল ফজল মার্কেটস্থ নগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের নিচে হরতাল বিরোধী সমাবেশ করার কথা থাকলেও কোন নেতা-কর্মীকে সেখানে দেখা যায়নি। হরতালের সমর্থনে নগরীর বিভিন্নস্থানে বাম জোটের নেতাকর্মী নগরীর নিউমার্কেট মোড়সহ আশপাশের এলাকায় অবস্থান নেন। স্লোগানে স্লোগানে মূখর করে রাখে হরতাল সমর্থকরা। এসময় মিছিলে বাধা দেয় পুলিশ। প্রতিবাদে নেতাকর্মীরা সড়কে বসে পড়লে পুলিশ লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়। এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ গাড়িতে তুলতে চাইলে নেতাকর্মীরা তাদের ছিনিয়ে মুক্ত করেন। পুলিশের লাঠিপেটায় ছাত্র ইউনিয়নের তাহলিল আবচার অর্ণব ও ছাত্র ফেডারেশনের ফাহাদ জামান জনি আহত হয়েছেন। নিউমার্কেট এলাকা ছাড়াও বহদ্দারহাট, আগ্রাবাদ, জামালখানসহ কয়েকটি স্থানে মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। সরেজমিন দেখা গেছে, হরতালের মধ্যেও নগরীতে যানবাহন চলাচল করেছে। তবে ব্যক্তিগত গাড়ি এবং গণপরিবহনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম লক্ষ্য করা গেছে। এ কারণে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। নগরীর স্টেশনগুলোতে গাড়ির জন্য যাত্রীদের ঝটলা দেখা গেছে। কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা সভাপতি অশোক সাহার সভাপতিত্বে নিউমার্কেট মোড়ের সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সিপিবির সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, সম্পাদকমন্ডলীর সদস্য উত্তম চৌধুরী, বাসদ নেতা মহিন উদ্দিন, আল কাদেরী জয়, বাসদ (মার্কসবাদী) নেতা শফিউদ্দিন কবির আবিদ, জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক হাসান মারুফ রুমি প্রমুখ। বক্তারা বলেন, লুটেরা সিন্ডিকেট বাজারে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, ঘরে ঘরে মানুষের হাহাকার। কিন্তু সরকার সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। নেতৃবৃন্দ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতি ঠেকাতে গণবন্টন ও রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান। কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবির বলেন, ‘হরতালের সমর্থকরা নগরীর নিউমার্কেট এলাকায় অবস্থান নিয়ে মিছিল-সমাবেশ করেছে। তারা যাতে কোন ধরনের ধ্বংসাত্মক কোন কর্মকান্ড করতে না পারে এজন্য পুলিশ সতর্ক অবস্থানে ছিল। কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। উনারা মিছিল নিয়ে আসার সময় যানবাহন আটকে দিচ্ছিলেন। তখন আমরা উনাদের রাস্তা থেকে সরিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করি।’ বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও জেলা সিপিবির সভাপতি অশোক সাহা বলেন, ‘আমাদের পক্ষ থেকে কোনো উসকানি ছিল না। আমরা একটি গাড়িতে হাত দিইনি। আমরা মিছিল-সমাবেশ করছিলাম। কিন্তু পুলিশ বিনা উসকানিতে আমাদের ওপর হামলা করেছে। আমরা পুলিশের এ ধরনের আচরণের তীব্র নিন্দা জানাই।’
# ২৮.০৩.২০২২ চট্টগ্রাম #