চলমান সংবাদ

শিক্ষার্থীর মাথা ফাটাল ছাত্রলীগ, বিচারের দাবিতে চবির প্রধান ফটক অবরোধ করলো বন্ধুরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বন্ধুকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়ার প্রতিবাদে প্রধান ফটক অবরোধ করে আন্দোলন করেছে আইন বিভাগের শিক্ষার্থীরা। সোমবার (২৮ মার্চ) দুপুর দেড়টার দিকে এ আন্দোলন করে তারা। পরে দুপুর ২ টার দিকে প্রক্টরিয়াল বডি বিচারের আশ্বাস দিলে তারা প্রধান ফটক খুলে দেয়। এর আগে রোববার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে আইন বিভাগের প্রথম বর্ষের ছাত্র কপিল উদ্দিন সামিকে মারধর করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিক্সটি নাইনের কর্মীরা। মারধর করে কপিলের মাথা ফাটিয়ে দেয় তারা। কপিল বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আন্দোলনকারী কপিলের সহপাঠীরা জানান, নৈতিকতার জায়গা থেকে আমরা আন্দোলনে নেমেছি। সবুজ ক্যাম্পাসে অহেতুক এক ছাত্রকে রক্তাক্ত করার অধিকার কারো নেই। হাসপাতালের বিছানায় এখনও কাতরাচ্ছে কপিল। মেডিকেল সেন্টারের সামনে সিসি ক্যামেরা আছে, অভিযুক্তকে শনাক্ত করে বিচারের আওতায় আনা হোক। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, সহপাঠীকে মারধরের প্রতিবাদে আন্দোলনে নেমেছিল ছাত্ররা। আমরা বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে আসে। আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তারপরও খোঁজখবর নিচ্ছি।

# ২৮.০৩.২০২২ চট্টগ্রাম #