চলমান সংবাদ

কোনো মেজর নয়, বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন এমএ হান্নান- চসিক মেয়র

কোনো এক মেজরের কণ্ঠে নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে তৎকালীন চট্টগ্রাম আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জননেতা এমএ হান্নান প্রথম স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। ইতিহাস বিকৃতি করে যারা স্বাধীনতার প্রথম ঘোষণা হিসেবে দাবি করেন তাদের সম্পর্কে নতুন প্রজন্মের কাছে প্রকৃত ইতিহাস তুলে ধরার সময় এসেছে। শুক্রবার (২৫ মার্চ) নগরীর স্টেশন রোডের চৈতন্য গলিস্থ বীর মুক্তিযোদ্ধা এমএ হান্নানের সমাধিতে ফলক উন্মোচন ও শ্রদ্ধা নিবেদনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন। মেয়র বলেন, পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে একটি দল মিথ্যা ইতিহাস প্রতিষ্ঠায় লিপ্ত। তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা থেকে দূরে রেখেছিল। কিন্তু তারা জানে না, ইতিহাসের সত্য কেউ গোপন করতে পারে না, কারণ ইতিহাস তার সঠিক নিয়মেই চলে। মেয়র নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস সম্পর্কে অবগত হয়েই বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমাণে প্রস্তুত হওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন চসিক প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, মো. গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, মহানগর কমান্ডার মোজাফফর আহমদ, একেএম সরোয়ার কামাল, বাইশ মহল্লা কমিটির সর্দার মো. ইউসুফ, এসএম শওকত হোসেন, ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম, নিছার উদ্দিন আহমদ, ওয়াসিম উদ্দিন চৌধুরী, হাসান মুরাদ বিপ্লব, চসিক সচিব খালেদ মাহমুদ প্রমুখ।
# ২৫.০৩.২০২২ চট্টগ্রাম #