চলমান সংবাদ

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতির দাবি

একাত্তরের পঁচিশে মার্চ জাতীয় গণহত্যা দিবসকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবসের’ স্বীকৃতির দাবি জানিয়ে গণহত্যায় শহীদদের স্মরণ করেছে চট্টগ্রামবাসী। শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন, সমাবেশসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালন করেছে। ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শুক্রবার (২৫ মার্চ) সকালে নগরীর পাহাড়তলী বধ্যভূমিতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন চসিক প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, চসিক কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীরা। ২৫ মার্চ কালরাতের গণহত্যায় শহীদদের স্মরণে খেলাঘর চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী রথীন সেন, সাবেক প্রেসিডিয়াম সদস্য আশীষ ধর, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রোজী মজুমদার সেন, দেবাশীষ রায়, চন্দন পাল প্রমুখ। এছাড়া খেলাঘর মহানগরের আসরসমূহের প্রতিনিধি, শিশু-কিশোর ভাইবোনসহ মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, খেলাঘর, বোধন আবৃত্তি সংগঠনসহ বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করেছে। গণহত্যা দিবস উপলক্ষে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় চেরাগী চত্বরে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের আয়োজনে ‘২৫ মার্চ কালরাত্রি স্মরণ’ অনুষ্ঠান হয়। আয়োজনে ছিল প্রদীপ প্রজ্বালন,কথামালা, আবৃত্তি, কবিদের কবিতা পাঠ, গণসংগীত ও নৃত্য। বোধন সভাপতি আবদুল হালিম দোভাষের সভাপতিত্বে কথামালায় অংশ নেন মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল,মুক্তিযোদ্ধা মো.ইউনুস, বোধন প্রতিষ্ঠাতা সুভাষ বরণ চক্রবর্তী,চসিক কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ বেলাল। স্বাগত বক্তব্য দেন আবৃত্তিশিল্পী শিমুল নন্দী। বোধনের বড়দের বিভাগ ও শিশু বিভাগের পরিবেশনায় বৃন্দ আবৃত্তি পরিবেশিত হয়। গণসংগীত পরিবেশন করে উদীচী চট্টগ্রাম। কবিতা পাঠ করেন মুক্তিযোদ্ধা কবি সাথী দাশ, শাহীন মাহমুদ, বিদ্যুৎ বড়–য়া, ঋত্বিক নয়ন, সুমন দত্ত, রিমঝিম আহমেদ, মিনু মিত্র। নৃত্য নিকেতন ও নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি দলীয় নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বোধনের অসীম দাশ এবং পৃথুলা চৌধুরী। শুক্রবার সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ৫১তম স্বাধীনতা দিবস পালনোপলক্ষে থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন, সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, উপদেষ্টা শেখ মোহাম্মদ ইসহাক, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ। সামাজিক সংগঠন ‘সবুজ তারুণ্য’র আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৫-২৬ মার্চ দুইদিন ব্যাপী চেরাগি পাহাড়ের লুসাই ভবনের সামনে অনুষ্ঠিত হচ্ছে দুদিনব্যাপী ‘স্বাধীনতা উৎসব’। উক্ত আয়োজনে থাকছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক আয়োজন ও রক কনসার্ট। ২৫ মার্চ সন্ধ্যায় উদ্বোধনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পরে গণহত্যায় শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়। # ২৫.০৬.২০২২ চট্টগ্রাম #