শিল্প সাহিত্য

বিলবোর্ড বিজ্ঞাপন

– নাজিমুদ্দীন শ্যামল

শহর জুড়ে বিলবোর্ড, বিজ্ঞাপন, বিজ্ঞাপন।
পণ্যের সাথে প্রবল সুন্দরী মানুষের
দেহের প্রদর্শন। মুক্ত বাজার কিংবা কর্পোরেট
এই দুনিয়াতে পণ্যের সাথে মানুষেরও
আছে শরীরী প্রচারের প্রচলণ। এতে আর
নতুন কিবা আছে।

বিলবোর্ডে কিংবা প্রকট আলোতে
দেখি পণ্যের ছবি, দেখি রমনী মনমোহন।
বিক্রেতা কি বিকাবে হাটে,
মানুষ না পণ্যের উৎপাদন।
বিজ্ঞাপন শিকারী টেলিভিশন
জানে না মানুষ কি ভাবে পণ্য হয় আজীবন।

 

নাজিমুদ্দীন শ্যামল: কবি ও সাংবাদিক