চলমান সংবাদ

রেলের জায়গায় দখল করে অবৈধ স্থাপনা একদিনের অভিযানে ৩ হাজার অবৈধ দখলদার উচ্ছেদ, ১ দশমিক ৭৭ একর জায়গা উদ্ধার

 চট্টগ্রামের সিআরবিতে বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানে রেল কর্মীদের মারধরের ১৩ দিনের মাথায় ওই এলাকায় অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। রোববার (২০ মার্চ) দিনভর সিআরবির তুলাতুলি বস্তি ও গোয়ালপাড়াজুড়ে সাঁড়াশি অভিযানে প্রভাবশালীর কব্জায় থাকা ৩ হাজার অবৈধ দখলদারকে বিতাড়িত করে ১ দশমিক ৭৭ একর জায়গা উদ্ধার করেছে রেলওয়ে। এসময় ৮৭৭টি সেমিপাকা ও টিনশেড অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এই অভিযান আজ সোমবার (২১ মার্চ) চলবে বলে জানানো হয়েছে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ থেকে। জানা গেছে, রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দফতর সিআরবি সংলগ্ন তুলাতলি রোডের গোয়ালপাড়া এলাকায় রেলওয়ের জায়গা দখলে নিয়ে প্রায় ২ হাজার অবৈধ বসতবাড়ি ও দোকানপাট গড়ে উঠে। এসব স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগের কর্মকর্তারা জানান, গোয়ালপাড়া কলোনি, তুলাতুলী বস্তি, হাসপাতাল কলোনিসহ সিআরবিজুড়ে গড়ে তোলা হয়েছে অন্তত ৫শ’ অবৈধ স্থাপনা। তাছাড়া ভান্ডারি লেইন, নার্স কলোনি, হাসপাতাল কলোনি, আব্দুর রব কলোনিসহ বিভিন্ন কলোনিতে রেলের কর্মীদের জন্য নামে মাত্র বাসা বরাদ্দ থাকলেও বছরের পর বছর ধরে সেখানে বসবাস করছেন বহিরাগতরা। অভিযানে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য ২০ জন, কোতোয়ালী থানার অফিসার অপারেশনের নেতৃত্বে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ১৪০ জন সদস্য সহযোগিতা করেন। এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মুহাম্মদ মাহাবুবুল করিম, বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা শাকের আহমেদ, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট শফিকুর রহমান, সহকারী ভূ সম্পতি কর্মকর্তা মো. শহিদুজ্জামান প্রমুখ। এদিকে সিআরবিতে বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানে গত ৭ মার্চ রেল কর্মীদের মারধরের ওই ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে একটি মামলা করা হলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে মূল আসামিরা। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরুর পর নতুন করে নিরাপত্তাহীনতায় ভুগছেন মামলার বাদী, সাক্ষী ও ভুক্তভোগীরা। মামলা নিয়ে রেলওয়ে আইন শাখা থেকেও কোন সহযোগিতা পায় নি বলেও অভিযোগ তাদের। মারধরের ঘটনায় পরদিন ৯ জনকে এজাহারনামীয় আসামি করে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন ইলেকট্রিক খালাসি সুজন দাস। মামলার প্রধান আসামি মো. শুক্কুর (৩৮) এ ঘটনার পর গত ১৫ মার্চ আদালত থেকে জামিন নেন। আর বাকি আসামিদের এখনও গ্রেপ্তার করতে পারে নি পুলিশ।
# ২০.০৩.২০২২ চট্টগ্রাম #