চলমান সংবাদ

অসুস্থ হয়ে চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু

 চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ভ্রাম্যমাণ আদালতের এক মাসের কারাদণ্ডপ্রাপ্ত সৈয়দ নুর (৫১) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২০ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সৈয়দ নুর, আনোয়ারা থানার উত্তর চাতরী এলাকার মৃত জহির মিয়ার ছেলে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের নাম অনিচ্ছুক এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। কারাগার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৪ মার্চে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এরপর সাজাভোগের জন্য সৈয়দ নুরকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। তিনি (কয়েদি নম্বর ১৮৬৬/এ ) আগে থেকেই অসুস্থ ছিলেন। রোববার সকাল সোয়া ৮টার দিকে হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে সকালে পৌনে ৯টার দিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিল।
# ২০.০৩.২০২২ চট্টগ্রাম #