চলমান সংবাদ

চিকিৎসকের নামে ভুয়া পেজ খুলে প্রতারণা, যুবক গ্রেপ্তার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালের এক চিকিৎসকের নামে ভুয়া পেজ খুলে প্রতারণামূলক অর্থ আদায়ের অভিযোগে মো. মিরাজ উদ্দিন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই চিকিৎসক থানায় মামলা দায়ের করলে অভিযান চালিয়ে ঝিনাইদহের নলডাঙ্গার আড়মুখী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে কর্মরত স্ত্রী ও চর্মরোগ বিশেষজ্ঞ ডা. নুসরাত সুলতানার নামে ভুয়া ফেসবুক একাউন্ট খোলে অভিযুক্ত মিরাজ। পরে ওই চিকিৎসকের নাম দিয়ে আরও একটি পেজ চালু করে। সেখানে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) সংগঠনের নাম দিয়ে একটি স্কিন লেজার সেন্টার স্থাপনের পরিকল্পনার কথা জানিয়ে অর্থ সাহায্যের আবেদন করে ফেসবুকে পোস্ট করে। বিকাশের মাধ্যমে সেই অর্থ হাতিয়ে নিতো ওই যুবক। গত ১৯ ফেব্রুয়ারি ওই ভুক্তভোগী চিকিৎসক তার নাম দিয়ে ভুয়া একাউন্ট ও পেজ খোলার বিষয়টি জানতে পারে। এর তিন দিন পর (২২ ফেব্রুয়ারি) ওই চিকিৎসক নগরের আকবর শাহ থানায় অজ্ঞাতনামা করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে অভিযান চালিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত যুবককে মঙ্গলবার রাতে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিরাজ ঝিনাইদহের ১৭ নম্বর নলডাঙ্গার আড়মুখী বাজার এলাকার আব্দুল হাকিম বিশ্বাস বাড়ির আবু বক্কর ছিদ্দিকের ছেলে। নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মো. আব্দুল ওয়ারীশ জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহায়তায় ওই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে ভুয়া আইডি ও পেজ চালু করার কথা স্বীকার করেছে। তার কাছ থেকে অর্থ আদায়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ও বিকাশ রেজিষ্টেশনকৃত দুইটি গ্রামীণ অপারেটরের সিমকার্ড জব্দ করা হয়।
# ০৯.০৩.২০২২ চট্টগ্রাম #