চলমান সংবাদ

টাইগারপাস দ্বিতল সড়কে র‍্যাম্প নির্মাণের সিদ্ধান্ত বাতিলের ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে

-সিআরবি রক্ষা মঞ্চ

টাইগারপাসদ্বিতলসড়কে র‍্যাম্পনির্মাণেরসিদ্ধান্তবাতিলেরদাবিতেটাইগারপাসমোড়ে সিআরবি রক্ষা মঞ্চের   সমাবেশ

টাইগারপাস দ্বিতল সড়কে  র‍্যাম্প নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সিআরবি রক্ষা মঞ্চের উদ্যোগে গতকাল ৮ মে,২০২৪ বিকাল ৪.৩০ টায়  টাইগারপাস মোড়ে  এক  সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সিআরবি রক্ষা মঞ্চের সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে  বক্তব্য রাখেন গণমুক্তি ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাজা মিঞা,অধ্যাপক মোঃ ইদ্রিস আলী,সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ,গণঅধিকার চর্চা কেন্দ্রের সমন্বয়ক  মশিউর রহমান খান,গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী হাসান মারূফ রুমি, বাসদ(মার্কসবাদী)র সমন্বয়ক শফি উদ্দিন কবির আবিদ,সাম্যবাদী আন্দোলন নেতা অপু দাশ গুপ্ত,নাগরিক ঐক্যের আহবায়ক স্বপন মজুমদার,বাসদ জেলা ইনচার্জ আল কাদেরি জয়,এডভোকেট বিশুময় দেব,সম্মিলিত পরিবেশ রক্ষা আন্দোলনের সমন্বয়ক ও পরিবেশকর্মী রিতু পারভী,জাসদ নেতা সুষময় চৌধুরী,মুক্তিযোদ্ধা ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদের সভাপতি নুরুল হুদা চৌধুরী,আবৃত্তি শিল্পী দিলরুবা ছুটি,ক্যাবের যুগ্ম সম্পাদক জানে আলম,চৈতগ্রামের অপূর্ব নাথ,বাসদের জেলা সদস্য আহমেদ জসিম,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর সাধারণ সম্পাদক রিপা মজুমদার,গণ অধিকার চর্চা কেন্দ্রের প্রকৌশলী লিটন ব্যানার্জী,কায়সার উদ্দিন,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সভাপতি মিরাজ উদ্দিন, সৃজনশীল জ্ঞান চর্চা কেন্দ্র স্বাধীনের সহসাধারণ সম্পাদক বোরহান উদ্দিন,সোহাগ খান,শাহাদত হোসেন,প্রজন্ম চট্টগ্রামের চৌধুরী জসিমুল হক।সমাবেশ পরিচালনা করেন বাসদ( মার্কসবাদী) নেতা আসমা আক্তার।

সমাবেশে ডাঃ মাহফুজুর রহমান বলেন,“টাইগারপাস থেকে সিআরবি অভিমুখী দ্বিতল সড়কে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নামানোর  কোন যুক্তি নেই।কারণ নিউমার্কেট থেকে সহজেই অল্প দূরে জিইসির র‍্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠা যাবে।এখানে র‍্যাম্প নামানোর এত তোড়জোড়ের পেছনে বাস্তবে সিডিএ’র একটি সিন্ডিকেটের কোটি কোটি টাকা কমিশন, লুটপাট যুক্ত।টাইগারপাসের দ্বিতল সড়কে র‍্যাম্প নামানোর সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখতে হবে।”

বক্তারা বলেন,“সিডিএ’র কাজ হচ্ছে একটি পরিকল্পিত নগর গড়ে তোলা।অথচ সিডিএ অপরিকল্পিতভাবে একের পর এক অবকাঠামো তৈরি করে জনগণের হাজার হাজার কোটি টাকা নষ্ট করছে।আমরা অনেকদিন থেকে বলে আসছি,চট্টগ্রামে এত ফ্লাইওভার,এলিভেটেড এক্সপ্রেসওয়ের দরকার নেই।এর মাধ্যমে যানজট নিরসন হবেনা।”

সমাবেশে বক্তারা আরো বলেন,” উন্নয়নের নামে একের পর এক অপরিণামদর্শী প্রকল্পে চট্টগ্রামের প্রাণ প্রকৃতিকে ধ্বংস করে কংক্রিটের নগরীতে পরিণত করা হচ্ছে।এর পূর্বে চট্টগ্রামবাসীর প্রতিবাদের মুখেও টাইগারপাস- লালখানবাজারের সৌন্দর্য্য ধ্বংস করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা হয়েছে।সিআরবি রক্ষা মঞ্চসহ নাগরিকদের আন্দোলনের মুখে সিআরবিতে ইউনাইটেড হাসপাতাল করার প্রকল্প স্থগিত করা হয়েছে।কিন্তু এখনও তা বাতিল না করায়,আশঙ্কা থেকেই যায়।আমরা এ সভা থেকে টাইগারপাসে র‍্যাম্প নির্মাণসহ চট্টগ্রামের পরিবেশ ধ্বংসকারী সব প্রকল্প  বাতিল করার দাবি জানাই।”