চলমান সংবাদ

নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগে দেড় ঘন্টা অবরুদ্ধ ছিলেন চবির প্রীতিলতা হলের প্রভোস্ট

ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের মধ্যরাতে চবি হলে তল্লাশি, দেশীয় অস্ত্র উদ্ধার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রীতিলতা হলের ডাইনিংয়ে নিন্মমানের খাবার পরিবেশন ও কর্মচারীদের দুর্ব্যবহারসহ নানা অভিযোগে প্রভোস্ট সুলতানা পারভীন ও আবাসিক শিক্ষকদের অবরুদ্ধ রেখে আন্দোলন করেছে আবাসিক ছাত্রীরা। বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে প্রভোস্ট ভেতরে থাকা অবস্থায় রুমে তালা মেরে দেয় ছাত্রীরা। পরবর্তীতে প্রক্টরিয়াল বডি এসে তাদের দাবিদাওয়া পূরণের আশ্বাস দিলে তারা আন্দোলন বন্ধ করে। আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, হলের ডাইনিংয়ের খাবার খুবই নি¤œমানের, কর্মচারীরাও অনেকসময় বাজে ব্যবহার করে। এছাড়া আবাসিক শিক্ষকেরা নিয়মিত হলে আসেন না। বিভিন্ন প্রভাব খাটিয়ে হলে অবস্থান করছে অনেকেই। সিট বন্টনে প্রশাসনের তদারকি নেই বলেও তাঁরা অভিযোগ করেন। প্রীতিলতা হলের প্রভোস্ট পারভীন সুলতানা বলেন, আমরা ভিতরে মিটিং করছিলাম। জানি না কেউ বাহির থেকে তালা দিয়েছে কিনা। শিক্ষার্থীদের দাবি দাওয়া থাকলে সেটা জানাবে, আমরা ব্যবস্থা নেব। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, প্রীতিলতা হলের প্রভোস্ট ও হল শিক্ষকরা তাদের নিয়মিত সভা করছিলেন। এসময় শিক্ষার্থীরা সভাকক্ষে তালা দেয়। পরে আমরা সেখানে উপস্থিত হয়ে তাদের লিখিত অভিযোগ দিতে বলি। দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে তাঁরা তালা খুলে দেয়। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর বুধবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী ও আমানত হলে পুলিশের সহায়তায় তল্লাশি চালায় কর্তৃপক্ষ। বুধবার (৯ মার্চ) দিবাগত রাত ১ টার দিকে এ তল্লাশি চালানো হয়। এসময় সোহরাওয়ার্দী হল থেকে ২টি রামদা, ৬/৭টি ক্রিকেটে খেলার ¯ট্যাম্প, কিছু কাচের বোতল এবং শাহ আমানত হল থেকে ৩ টি রামদা, একটি বিদেশী খালি মদের বোতল, ১৬টি লোহার পাইপ, রড ও ৩টি বটি উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা হয়নি। চবি কর্তৃপক্ষ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে বুধবার সন্ধ্যা ৭ টার দিকে সংঘর্ষে জড়াই ছাত্রলীগের দুই গ্রুপ বিজয় ও সিএফসি। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও রাতের শাটল ট্রেন ক্যাম্পাসে আসলে আবার সংঘর্ষে জড়াই দুই পক্ষ। পরে গভীর রাতে শাহ আমানত ও সোহরাওয়ার্দী হলে আড়াই ঘণ্টার অভিযান চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকরাও উপস্থিত ছিলেন। এ বিষয়ে চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে দুটি হলে তল্লাশি চালানো হয়েছে। এসময় দুইটি হল থেকেই রামদা, গুলতি, কাচের বোতল ও রডসহ বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করেছি।
# ১০.০৩.২০২২ চট্টগ্রাম #