চলমান সংবাদ

বঙ্গবন্ধু স্মরণে কলকাতা বইমেলায় এক টুকরো বাংলাদেশ

৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা বঙ্গবন্ধুময়৷ বাংলাদেশের জাতির পিতাকে শ্রদ্ধায়, আবেগে স্মরণ করছে পসছিম বাংলা৷ প্যাভিলিয়ন, প্রবেশদ্বার, লোগো থেকে লিটল ম্যাগাজিন, সর্বত্র দেখা মিলছে তাঁর৷

বাঙালি জাতিকে এক স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন মুজিবুর রহমান৷ হানাদারদের হাত থেকে উদ্ধার করেছিলেন সাবেক পূর্ব পাকিস্তানের মানুষকে৷ বাংলাদেশের উদ্ভব ও বঙ্গবন্ধুর জন্মজয়ন্তী এক সূত্রে গেঁথে রয়েছে কলকাতা বইমেলায়৷ এ বার মেলার থিম কান্ট্রি বাংলাদেশ৷ প্রতি বছরই প্রতিবেশী রাষ্ট্রের জন্য অতিকায় মণ্ডপ থাকে বইমেলায়৷ এ বার তা আরও সুদৃশ্য৷ ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের শব্দমালায় সাজানো হয়েছে বাংলাদেশের মণ্ডপ৷ রয়েছে বক্তৃতারত নেতার ছবি৷ মণ্ডপের ভিতর প্রকাশনী সংস্থার সারিবদ্ধ স্টল৷ সুউচ্চ মণ্ডপের শিখর ছুঁয়েছে বঙ্গবন্ধুর ছবি, কোথাও তাঁর বইয়ের প্রচ্ছদ৷

বইমেলায় পাওয়া যাচ্ছে বঙ্গবন্ধুর নতুন বই ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’, ‘আমার দেখা নয়া চিন’৷ স্টলে স্টলে রয়েছে পূর্ব প্রকাশিত বঙ্গবন্ধুর বই৷ বাংলার পাশাপাশি ইংরেজিতেও৷ তাঁকে নিয়ে লেখা একগুচ্ছ বইয়ের সম্ভারও রয়েছে৷ রয়েছে মুজিবুর রহমানকে উত্সর্গ করা লোককবিতা থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পাদিত জন্মশতবর্ষ স্মারকগ্রন্থ৷ বাংলাদেশ মণ্ডপে হাঁটতে হাঁটতে চোখ আটকে যেতে পারে একঝাঁক সাদাকালো ছবিতে৷ বঙ্গবন্ধুর জীবনের নানা পর্যায়ের ছবিতে স্টল সাজিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর৷

# ০৭/০৩/২০২২, কলকাতা #