চলমান সংবাদ

চমেক ছাত্র আকিবের পেট থেকে হাড় বের করে মাথায় প্রতিস্থাপন হবে আগামী সপ্তাহে

মাথার ব্যান্ডেজে ‘হাড় নেই, চাপ দিবেন না’ লিখা চট্টগ্রাম মেডিকেল কলেজের সেই ছাত্র আকিবের মাথার হাড় প্রতিস্থাপন করা হচ্ছে। মাথার খুলি প্রতিস্থাপন করতে আগামী সপ্তাহে অপরারেশন করা হবে বলে জানিয়েছেন চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক এস এম নোমান খালেদ চৌধুরী। ইতোমধ্যে মাহাদি জে আকিবকে ভর্তি করানো হয়েছে চমেক হাসপাতালে। পেটের ভেতর বিশেষ কায়দায় রাখা মাথার খুলি পুনরায় মাথায় প্রতিস্থাপন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি আকিবকে চমেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে ভর্তি করানো হয়। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দিনভর চিকিৎসকরা তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কাজ করেন। মঙ্গলবার টেস্টের পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। এরপর এ বিষয়ে বিশেষ মেডিকেল টিম বসে মাথায় হাড় প্রতিস্থাপনের দিনক্ষণ নির্ধারণ করা হবে বলে জানা গেছে। অধ্যাপক ডা. এস এম নোমান খালেদ চৌধুরী বলেন, সোমবার আকিবের বেশ কিছু পরীক্ষা করা হয়েছিল। মঙ্গলবার বেশির ভাগ রেজাল্ট পাওয়া গেছে। রেজাল্ট মোটামুটি পজিটিভ বলা যায়। আগামী সপ্তাহে তার মাথার খুলি প্রতিস্থাপনের প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে তারিখ ও সময় চূড়ান্ত হয়নি।’ গত বছরের ৩০ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রধান ফটকে ছাত্রলীগের দুইগ্রুপের সংঘর্ষে গুরুতর আহত হন শিক্ষার্থী মাহাদি জে আকিব। এতে তার মাথার হাড় ও ব্রেইনে মারাত্মক জখম হয়। আকিবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়। এ সময় আকিবের মাথায় ব্যান্ডেজের ওপর ‘হাড় নেই, চাপ দেবেন না’ লেখা একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে দেশব্যাপী আলোচনার সৃষ্টি হয়। পরে জটিল অস্ত্রোপচারের পর প্রায় ১৯ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে আকিব। কিন্তু সেই সময়ে তার মাথায় খুলি প্রতিস্থাপন করা হয়নি। বরং পেটের একটি বিশেষ স্থানে সেটি খুলে রাখা হয়েছিল। পেটে রেখে দেয়া মাথার হাড় বের করে খুলিতে প্রতিস্থাপন করা হবে।
# ০১.০৩.২০২২ চট্টগ্রাম #