চলমান সংবাদ

রেলের টেন্ডার নিয়ন্ত্রণ : সিআরবিতে জোড়া খুনের মামলায় বাবর-লিমনসহ ৬৩ আসামির বিচার শুরু

রেলওয়ের টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ২০১৩ সালে চট্টগ্রামের সিআরবিতে সরকারি দলের দুই গ্রুপে সংঘর্ষে দু’জন নিহতের মামলায় ৬৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। ‘সিআরবির জোড়া খুন’ হিসেবে বহুল আলোচিত এ ঘটনার জন্য বিচারের মুখোমুখি হচ্ছেন সাবেক যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর ও বহিষ্কৃত কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমন এবং তাদের অনুসারীরা। আগামী ২৫ মে থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এসময় কাঠগড়ায় হাজির ছিলেন যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর টিপুসহ এজহারভুক্ত ৫২ জন আসামি। জামিনে থাকা এসব আসামির প্রত্যেকে নিজেকে নির্দোষ দাবি করেন। চট্টগ্রাম মহানগর আদালতের পিপি বীর মুক্তিযোদ্ধা ফখরুদ্দীন চৌধুরী জানান, অভিযোগপত্রে মোট ৬৪ জনকে আসামি করা হয়েছিল। এদের মধ্যে অমিত মুহুরী নামে একজন আসামি কারাগারের ভেতরে খুন হন। তাকে বাদ দিয়ে বাকি ৬৩ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ২৫ মে থেকে সাক্ষ্যগ্রহণের সময় নির্ধারণ করেছেন। আদালত সূত্র জানায়, রেলওয়ে পূর্বাঞ্চলের কোটি টাকার দরপত্রের নিয়ন্ত্রণ নিয়ে ২০১৩ সালের ২৪ জুন যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা হেলাল আকবর চৌধুরী বাবর এবং ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় নেতা (পরবর্তীতে বহিষ্কৃত) সাইফুল আলম লিমনের অনুসারীদের মধ্যে চট্টগ্রামের সিআরবি এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে গুলিতে প্রাণ হারান যুবলীগ কর্মী সাজু পালিত (২৮) ও পথচারী শিশু মোহাম্মদ আরমান (৮)। এ ঘটনায় কোতোয়ালী থানার এসআই মহিবুর রহমান বাদি হয়ে বাবর-লিমনসহ ৮৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে মামলা করেন। এই মামলায় বাবর-লিমনসহ যুবলীগ-ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তারা জামিনে মুক্তি পান। বাবর প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং লিমন সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। ২০১৫ সালের ২৩ নভেম্বর তদন্তকারী সংস্থা নগর গোয়েন্দা পুলিশ বাবর-লিমনসহ ৬২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তদন্তে উঠে আসে, রেলের ১ কোটি ১০ লাখ টাকার দরপত্র নিয়ে বাবর ও লিমনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তবে আসামি পক্ষের নারাজী আবেদনের প্রেক্ষিতে আদালত অভিযোগপত্র ত্রুটিপূর্ণ উল্লেখ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) পুনঃতদন্তের নির্দেশ দেন। পরবর্তীতে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি পিবিআই নতুন করে দুজনকে যুক্ত করে ৬৪ জনের বিরুদ্ধে আদালতে সম্পূরক চার্জশিট দাখিল করে।
# ২৮.০২.২০২২ চট্টগ্রাম #