চলমান সংবাদ

নির্বাচনে হেরে জয়ী প্রার্থীর ভাইকে হত্যা

– মামলার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইউপি সদস্যের প্রবাসী ভাইকে হত্যা মামলার প্রধান আসামি আজগর আলী (৪৫)কে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার (২৭ ফেব্রুয়ারি) রাতে নগরের সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানায়, গত বছরের ২৮ নভেম্বর রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩ নং বগাবিল ইউনিয়নে বর্তমান ইউপি সদস্য তৈয়বের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে শোচনীয়ভাবে পরাজিত হয় আজগর আলী। এ কারণে তার মনে ক্ষোভের জন্ম হয় এবং পররর্তীতে তিনি বর্তমান ইউপি সদস্য তৈয়বের ওপর কয়েক দফা হামলা করেন। সবশেষ ওই ইউপি সদস্যের প্রবাসী ভাই ইউসুফ আলীর (৪৫) ওপর হামলা করলে তিনি ১০ দিন পর আইসিইতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আজগর আলীকে প্রধান আসামি করে নিহতের স্ত্রী রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন। র‌্যাব-৭’র সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, নির্বাচনে পরাজিত হয়ে ক্ষোভ থেকে সে এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

# ২৮.০২.২০২২ চট্টগ্রাম #